WB Advocate General: ‘এজির ফাইল পাঠিয়ে দিয়েছি’, রাজ্যপালের বক্তব্যে কোন নাম উঠে এল?

C V Ananda Bose: গত ১৭ নভেম্বর রাজভবনে গিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এর আগে ১০ নভেম্বর বিদেশ থেকে ইমেল মারফত রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। ১৭ তারিখও যদি তাঁর ইস্তফার চূড়ান্ত দিন ধরা হয়, এক মাস হতে চলল এখনও রাজ্য সরকারের কোনও এজি নেই। স্বভাবতই এজির না থাকা বিভিন্ন মামলায় প্রভাব ফেলতে বাধ্য।

WB Advocate General: 'এজির ফাইল পাঠিয়ে দিয়েছি', রাজ্যপালের বক্তব্যে কোন নাম উঠে এল?
সিভি আনন্দ বোস।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 2:36 PM

কলকাতা: রাজ্যের পরবর্তী অ্যাডভোকেট জেনারেল বা এজি কে হবেন এখনও তা নিয়ে নির্দিষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবে জোর জল্পনা চলছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা প্রাক্তন এজি কিশোর দত্তের নাম নিয়ে। তবে পরবর্তী এজির নাম খুব তাড়াতাড়িই ঘোষণা হতে পারে। কারণ, রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার বলেন, “এজির ফাইল সই করে পাঠিয়ে দিয়েছি। সরকার যে ফাইল পাঠিযেছিল সেটায় সই করে পাঠিয়ে দিয়েছি।” অর্থাৎ রাজ্যপালের বক্তব্য অনুযায়ী, এজির নাম ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। তবে পরবর্তী এজি কিশোর দত্তই হচ্ছেন কি না, তা নিয়ে রাজ্যপাল কিছু বলেননি।

গত ১৭ নভেম্বর রাজভবনে গিয়ে এজি পদ থেকে ইস্তফা দেন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এর আগে ১০ নভেম্বর বিদেশ থেকে ইমেল মারফত রাজ্যপালকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি। ১৭ তারিখও যদি তাঁর ইস্তফার চূড়ান্ত দিন ধরা হয়, এক মাস হতে চলল এখনও রাজ্য সরকারের কোনও এজি নেই। স্বভাবতই এজির না থাকা বিভিন্ন মামলায় প্রভাব ফেলতে বাধ্য।

সূত্রের খবর, সৌমেন্দ্রনাথের ইস্তফার পরই রাজভবনে সেই ফাইল যায়। এমনও সূত্রের দাবি, একটি নামই পাঠানো হয়েছিল নবান্নের তরফে। যদিও আইন মোতাবেক রাজ্য চাইলে একটি নামের সুপারিশ করতেই পারে। আবার চাইলে বেশিও পাঠাতে পারে। এ নিয়ে প্রশ্ন ওঠার কোনও আইনি কারণ নেই বলেই খবর। তবে সূত্রের দাবি, একটি নাম সুপারিশের কারণে কিছুটা সময় লাগছিল এই অনুমোদনে। এদিকে এভাবে এজির পদ ফাঁকা রাখা যায় না বলেই আইনজীবীদের একটা অংশের মত। তবে এবার এজি পাবে রাজ্য, রাজ্যপালের মন্তব্যে তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে।