Duare Ration: দুয়ারে রেশন মামলায় ফের ধাক্কা ডিলারদের, আবেদন খারিজ হয়ে গেল হাই কোর্টে

Calcutta High Court: সেপ্টেম্বরেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বন্ধ করা হবে না দুয়ারে রেশন প্রকল্প। বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার পক্ষেই সায় দেয় আদালত।

Duare Ration: দুয়ারে রেশন মামলায় ফের ধাক্কা ডিলারদের, আবেদন খারিজ হয়ে গেল হাই কোর্টে
কলকাতা হাইকোর্টে দুয়ারে রেশন মামলা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 2:23 PM

কলকাতা : ফের ধাক্কা রেশন ডিলারদের (Ration Dealer)। গতকালের পর আজও আদালতে আবেদন খারিজ হয়ে গেল রেশন ডিলারদের একাংশের আবেদন। দুয়ারের রেশন (Duare Ration) নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবসরকালীন বেঞ্চে আবেদন করেছিলেন রেশন ডিলাররা। আজ তাঁদের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ।

দুয়ারের রেশন স্থায়ীকরণ করার জন্য রাজ্য সরকার একটি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে। রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বেশ কয়েকজন রেশন ডিলার। তাঁদের দাবি, রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ জারি করুক আদালত।

আজ শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, আবেদনকারীদের আবেদন খারিজ করেছিল সিঙ্গল বেঞ্চ। রেশন ডিলারদের দাবি ছিল, তাঁদের কাছে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা নেই। কিন্তু, সেই আবেদন খারিজ হয়ে যায়। সাধারণ মানুষের বাড়িতেই রেশন পৌঁছে দিতে হবে বলে জানানো হয়েছিল আদালতের তরফে। দুয়ারে রেশন না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়। আবেদনকারীরা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন করেন। তাঁদের আর্জি, কোনও শাস্তিমূলক ব্যবস্থা যেন না নেওয়া হয়। ইতিমধ্যে বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই আজ জানিয়ে দেওয়া হল, এমত অবস্থায় এই মামলা অবকাশকালীন বেঞ্চে গ্রহণযোগ্য হতে পারে না। এদিন অবকাশকালীন বেঞ্চের তরফে জানানো হয়, হাই কোর্ট যখন খুলবে, যে দিন মামলার শুনানি ধার্য হয়েছে, সে দিন শুনানি হবে।

বিচারপতি শেখর ববি সারাফের ডিভিশন বেঞ্চের তরফে আবেদনকারীদের উদ্দেশে বলেন, ‘আবেদনটির কোনও যৌক্তিকতা নেই। আগে রাজ্য সরকার আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। তারপর আপনারা আদালতে আবেদন জানাবেন। আদালত ভবিষ্যতের কোনও পদক্ষেপ আন্দাজ করে নির্দেশ জারি করতে পারে না।’ এর পরেই ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দেয়, নিয়ম মতো ডিভিশন বেঞ্চে বিচারাধীন মামলার শুনানি হবে।

রেশন ডিলারদের বক্তব্য ছিল, এই দুয়ারে রেশন প্রকল্প চালু করার ফলে, ডিলারদের ওপর চাপ বেড়েছে। ডিলারদের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিয়ে আসতে হচ্ছে। কিন্তু এর জন্য তাঁরা সরকারের থেকে আলাদা করে কোনও সাহায্যই পাচ্ছেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, রেশন ডিলারদের হাতে তেমন লোক-বলও নেই, যাতে তাঁরা স্থানীয়দের বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিতে পারেন। সরকারের তরফে রেশন আইনে কোনওরকম পরিবর্তন করা হয়নি বলেও অভিযোগ ছিল রেশন ডিলারদের। এমনই একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে তাঁরা আবেদন করেছিলেন, যাতে দুয়ার রেশন প্রকল্পের উপর স্থগিতাদেশ দেওয়া হয়।

উল্টোদিকে, রাজ্য সরকারের বক্তব্য ছিল, এই দুয়ারে রেশন প্রকল্পটি একটি পরীক্ষামূলক প্রকল্প। প্রাথমিকভাবে এই প্রকল্পে কেমন কাজ হচ্ছে, কতটা সুবিধা পাওয়া যাচ্ছে, সেই সব দিক খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে, এই প্রকল্প আগামী দিনে চালিয়ে নিয়ে যাওয়া হবে কিনা। আর রেশন আইনের বিষয়টিও পরিরর্তনশীল। আগামী দিনে প্রয়োজন হলে রাজ্যের রেশন সংক্রান্ত আইনে সংশোধন করা হতে পারে বলেও জানানো হয়েছিল রাজ্যের তরফে।

আরও পড়ুন: RG Kar Hospital Scam: রন্ধ্রে রন্ধ্রে কেলেঙ্কারি আরজি করে! ফাঁস কোটি টাকার দুর্নীতি