SLST Job Seekers: সুপারিশপত্র আছে, তবু চাকরি পাননি, মমতার বাড়ির সামনে গেলেন চাকরিপ্রার্থীরা

Kalighat: এ দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে তাঁরা সেখানে পৌঁছন। পুলিশ আধিকারিকদের হাতে নিজেদের ডেপুটেশন জমা দেন। বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে এইভাবে ডেপুটেশন জমা দেওয়া কার্যত নজিরবিহীন।

SLST Job Seekers: সুপারিশপত্র আছে, তবু চাকরি পাননি, মমতার বাড়ির সামনে গেলেন চাকরিপ্রার্থীরা
চাকরি প্রার্থীদের বিক্ষোভImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 1:07 PM

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চাকরিপ্রার্থীরা। এসএলএসটি (SLST) শরীরশিক্ষা-কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা বিচারপতি বিশ্বজিৎ বসু,অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর পর এবার এলেন মুখ্যমন্ত্রীর কাছে। সুপারিশ পত্র পেলেও নিয়োগপত্র দেওয়ায় স্থগিতাদেশ রয়েছে আদলতের। তাই নিয়োগ হচ্ছে না। দ্রুত যাতে এই বিষয়টি দেখা হয় সেই আবেদন নিয়েই মমতার বাড়ির সামনে হাজির তাঁরা।

এ দিন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তা দিয়ে তাঁরা সেখানে পৌঁছন। পুলিশ আধিকারিকদের হাতে নিজেদের ডেপুটেশন জমা দেন। বলা চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে এইভাবে ডেপুটেশন জমা দেওয়া কার্যত নজিরবিহীন। প্রসঙ্গত, আইনী জটিলতায় আটকে এই সকল চাকরি প্রার্থীদের নিয়োগ। দ্রুত মামলার নিস্পত্তির জন্য প্রয়োজন রাজ্যের হলফনামা। তাই যাতে দ্রুত হলফনামা জমা দেয় রাজ্য সেজন্য মুখ্যমন্ত্রীর আধিকারিকদের কাছে পূর্ব নির্ধারিত ডেপুটেশন দিতে আসেন চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভরত এক চাকরি প্রার্থী বলেন, “দীর্ঘ পনেরো মাস ধরে একটা মিথ্যে কেসের জন্য স্থগিতাদেশ রয়েছে আমাদের চাকরিতে। তার থেকে নিষ্পত্তি চেয়ে আমরা স্কুলে যেতে চাই। যেহেতু আমাদের কাউন্সিলিং হয়ে রয়েছে তাই আমরা এবার দ্রুত নিয়োগ চাই। সেই কারণেই ডেপুটেশন জমা দিতে এসেছি।”