ডিজে বাজিয়ে ‘স্যাটারডে নাইট পার্টি’! পার্ক হোটেল থেকে গ্রেফতার ৩৭

Park Hotel: হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তবে তাতে কিন্তু বিন্দুমাত্র পিছপা হননি পার্টির আয়োজকরা।

ডিজে বাজিয়ে 'স্যাটারডে নাইট পার্টি'! পার্ক হোটেল থেকে গ্রেফতার ৩৭
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 11, 2021 | 9:18 AM

কলকাতা: করোনা কালে (COVID Situation) নিয়মের কড়াকড়িকে বুড়ো আঙুল দেখিয়ে মাঝ রাতেও ডিজে বাজিয়ে পার্টি। পার্ক হোটেলের (Park Hotel) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। খবর পেয়ে হোটেলে তল্লাশি চালায় পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩৭ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি এসইউভি গাড়ি-সহ একাধিক জিনিস।

করোনা কালে রাজ্যে এখনও বিধি নিষেধ সম্পূর্ণ ভাবে শিথিল হয়নি। কিন্তু সে সবকে ‘ডোন্ট কেয়ার’। পার্ক স্ট্রিটের অভিজাত হোটেলে পার্টি করতেই ব্যস্ত ছিলেন ওঁরা। তাও আবার মধ্যরাত পর্যন্ত। ডিজে বাজিয়ে চলে উদ্দাম নাচাগানা। সঙ্গে মদের ফোয়ারা। কে বলবে অতিমারি পরিস্থিতির সঙ্গে লড়ছি আমরা!

হোটেলের নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলছিল পার্টি। খবর পেয়ে সেখানে যায় পুলিশ। তবে তাতে কিন্তু বিন্দুমাত্র পিছপা হননি পার্টির আয়োজকরা। বরং পুলিশের সঙ্গেই শুরু করে দেন তর্কাতর্কি। তারপর বাধে ধস্তাধস্তিও। শেষমেশ পুলিশ হোটেল থেকে ৩৭ জনকে গ্রেফতার করে।

তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি গাড়ি। এছাড়াও ডিজের বিভিন্ন সামগ্রী। ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনা শহরের বুকে আরও একবার বেপরোয়াদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মনে করছেন পুলিশ কর্তারা।

সংক্রমণ প্রতিহত করতে রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। লকডাউনের নাগপাশে রীতিমতো জীবন দুর্বিষহ হয়ে উঠেছে দিন আনা দিন খাওয়া, নিম্ন মধ্যবিত্ত মানুষদের। কত মানুষ কাজ হারিয়েছেন। সমস্ত কিছু স্বীকার করে নিয়েও সরকার লকডাউন সম্পূর্ণ ভাবে তুলে নিতে নারাজ, কেবল সংক্রমণকে প্রতিহত করতেই।

আরও পড়ুন: ‘আপনারা বলেন রাজ্য সহযোগিতা করছে না, জেলাশাসকরা তো অন্য কথা বলছেন’, GAIL এর কাজে অসন্তুষ্ট মুখ্যসচিব

এই পরিস্থিতিতেও কীভাবে মানুষ ‘পার্টি’ করতে পারছেন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। শহরের বুকে যাতে এ ধরনের ঘটনা আর না হয়, তার জন্য কড়া পদক্ষেপ করছে প্রশাসন। রাজ্য সরকার রেস্তোরাঁ, হোটেল খোলার নির্দেশ দিয়েছে ঠিকই, সেটি এই ব্যবসার সঙ্গে যুক্ত মানুষের কর্মসংস্থানের কথা ভেবে, কিন্তু তা বলে পার্টি! তা কোনও ভাবেই মানা যায় না, বলছেন পুলিশ কর্তাদেরই একাংশ।