Kolkata Airport Customs: যাত্রীর কাছে এক গাদা গুটখার প্যাকেট, দেখেই সন্দেহ হয়েছিল! বিদেশগামী যাত্রীর কীর্তি ফাঁস

Kolkata Airport Customs: ব্যাঙ্কককে কোনও ব্যক্তির কাছে সেই বৈদেশিক মূল্য দেওয়ার কথা সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে শুল্ক দফতরের আধিকারিকরা।

Kolkata Airport Customs:  যাত্রীর কাছে এক গাদা গুটখার প্যাকেট, দেখেই সন্দেহ হয়েছিল! বিদেশগামী যাত্রীর কীর্তি ফাঁস
গুটখার প্যাকেটে মুদ্রা পাচার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 4:08 PM

কলকাতা: ব্যাগের মধ্যে এক গাদা গুটখার প্যাকেট। বলা ভালো দৃশ্যত গুটখার প্যাকেট। আর পাঁচটা সাধারণ গুটখার প্যাকেটের মতোই। কিন্তু এত্তগুলো! দেখেই সন্দেহ হয়েছিল। হাতে নিতেই আসল বিষয়টা বুঝতে পেরে যান। দুঁদে কর্তাদের চোখ এড়াতে পারেননি। গুটখার প্যাকেটের মধ্যে লুকিয়ে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা চলছিল। হাতেনাতে ধরলেন কর্তারা। কলকাতা বিমানবন্দ সূত্র মারফত খবর, কলকাতা থেকে ব্যাঙ্কককগামী স্পাইসজেট-এর বিমান এস জি ৮৩ করে রাত ১১ টা ৫৫ মিনিট নাগাদ ভারতীয় নাগরিক ব্যাঙ্কককের উদ্দেশে রওনা দিচ্ছিলেন।

কলকাতা বিমানবন্দরে ইমিগ্রেশনের পরে পিইএসসির আগে চেক ইন ব্যাগেজ বিএমএ থেকে নিয়ে আসার পরে ব্যাগে তল্লাশি চালান বিমানবন্দরে শুল্ক দফতরের এয়ার ইন্তেলিজেন্স শাখার আধিকারিকরা।

গুটখার প্যাকেটের মধ্যে ৪০ হাজার ইউএসডি ডলার লুকিয়ে রাখা হয়েছিল। যার বাজারে আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৭৮ হাজার টাকা উদ্ধার করে। এই মুহূর্তে শুল্ক দফতরের বিমানবন্দরের গোয়েন্দা শাখার আধিকারিকরা ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন বিপুল পরিমাণে বৈদেশিক মূল্য তার কাছে এলো কোথা থেকে? ওই ব্যক্তির কথায় একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়।

ব্যাঙ্কককে কোনও ব্যক্তির কাছে সেই বৈদেশিক মূল্য দেওয়ার কথা সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে শুল্ক দফতরের আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন, এইভাবে একাধিক উপায়েই পাচারের ছক করা হচ্ছে। সেই বিষয়গুলো কড়া হাতে দমন করছেন তদন্তকারীরা। এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর কাছ থেকে বেশ কিছু নামার জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।