কোভিড বিমার ক্ষেত্রে এল বড় বদল! বিজ্ঞপ্তি জারি সরকারের

Kolkata: বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল স্বাস্থ্যসাথী সেল।

কোভিড বিমার ক্ষেত্রে এল বড় বদল! বিজ্ঞপ্তি জারি সরকারের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 18, 2021 | 1:26 PM

কলকাতা: একই পরিবারের একজনই কোভিড (COVID) বিমার সুবিধা পাবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল স্বাস্থ্যসাথী সেল।

করোনা যোদ্ধাদের সরকারি হাসপাতাল বা সরকার অধিগৃহীত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি অতিরিক্ত এককালীন এক লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য সরকার। করোনায় আক্রান্ত হয়ে কোভিড যোদ্ধাদের মৃত্যু হলে আর্থিক সাহায্যের পরিমাণ হল ১০ লক্ষ টাকা।

রাজ্য কোভিড-১৯ আর্থিক সাহায্য এবং মৃত্যু বিমা প্রকল্পে একই পরিবারের একজনই এই সুবিধা পাবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংশ্লিষ্ট প্রকল্পে গত দেড় বছরে করোনায় মৃত্যু বিমার আর্থিক সাহায্য চেয়ে আবেদনকারীর সংখ্যা ৯৫ জন। এক লক্ষ টাকার আর্থিক সাহায্যের জন্য আবেদনকারী হলেন অন্তত ৩০ হাজার।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে করোনা যোদ্ধা, স্বাস্থ্য কর্মীদের জন্য ৫ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমার সুবিধা পাবেন ১০ লক্ষ স্বাস্থ্যকর্মী। অতিমারির কারণে বিপর্যস্ত জনজীবন। সঙ্গে বেড়েছে শরীর ও স্বাস্থ্যের ঝুঁকি। এই করোনা কালে কোভিড বিমা করানোর প্রয়োজনীয়তা অনুভব করেছেন অনেকেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাম্প্রতিক সময়ে গুগল সার্চে কোভিড বিমা সার্চের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। বিমা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা বাড়ছে।

উল্লেখ্য, এর আগে ‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দেয় মোদী সরকার। ‘কোভিড-যোদ্ধা’ ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার জীবনবিমার প্রকল্প বন্ধ করে দিল মোদী সরকার।

রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের কোভিড বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে৫৪৭ জন। একই সময়ের মধ্যে সেরে উঠেছেন ৬৩৭ জন। একদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৯৬ জন কমে হয়েছে ৯ হাজার ৭৩৬। সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৭৫২ টি নমুনা পরীক্ষা হয়েছে গোটা রাজ্যে। করোনা পজিটিভিটি রেট ১.৪৯ শতাংশ। আরও পড়ুন: ‘মা অসুস্থ, আমাকে ধরতেছেন ক্যানে?’ চ্যাংদোলা করে গাড়িতে তুলল পুলিশ! নিশীথের কর্মসূচিতে তপ্ত শিলিগুড়ি