ঝোলা কাঁধে-নথি হাতে বিদ্যাসাগর ভবনের বাইরে প্রধান শিক্ষকদের লম্বা লাইন! ভ্যাপসা গরমে বাড়ছে ক্ষোভ
Kolkata: উচ্চ মাধ্যমিকে পাস করতে না পারায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় পুড়ুয়ারা।
কলকাতা: কাঁধে ঝোলা, হাতে দস্তা দস্তা নথি! উসকো-খুসকো চুল, গুমোট গরমে কালচিটে মুখ, ঘর্মাক্ত শরীর- বিদ্যাসাগর ভবনে ঠিক এই ভাবেই শয়ে শয়ে লাইনে দাঁড়িয়ে প্রধান শিক্ষকরা। অকৃতকার্য ছাত্র ছাত্রীদের তালিকা নিয়ে এসেছেন তাঁরা। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরবর্তী পরিস্থিতির এ এক অন্য নজির।
উচ্চ মাধ্যমিকে পাস করতে না পারায় রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় পুড়ুয়ারা। কোথাও রাস্তা অবরোধ-ভাঙচুর, কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। শহর থেকে জেলা, পাস করিয়ে দেওয়ার দাবিতে শুরু হয় অনুত্তীর্ণদের ভিড়। পরিস্থিতি সামাল দিতে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ। কী নিয়ে পড়ুয়াদের অসন্তোষ, তা জানাতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের।
সংসদের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, যে সমস্ত স্কুলের পড়ুয়ারা অসন্তোষ দেখাচ্ছেন, সেই স্কুলগুলির প্রধান শিক্ষকরা সরাসরি সংসদ ভবন অর্থাত্ সল্টলেকের বিদ্যাসাগর ভবনে জমা দিতে পারবেন বলে জানিয়েছে।
রবিবার থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নথি জমা দেওয়ার কাজ। বিদ্যাসাগর ভবনের বাইরে পড়ছে প্রধান শিক্ষকদের লম্বা লাইন। সোমবার শতাধিক প্রধান শিক্ষক বিদ্যাসাগর ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন। কুড়ি জন করে প্রধান শিক্ষকদের ঢোকানো হচ্ছে। অভিযোগ, কাজ অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। ফলে লাইন সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষকদের ক্ষোভও বাড়ছে। আরও পড়ুন: এবার ব্লেড দিয়ে হাত কাটার চেষ্টা উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণদের! উত্তপ্ত বাসন্তী