AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন দিন কোন জেলায় বৃষ্টি? নির্দিষ্ট করে জানাল আলিপুর আবহাওয়া দফতর

Rain Forecast: মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। গোরক্ষপুর থেকে পাটনা হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন দিন কোন জেলায় বৃষ্টি? নির্দিষ্ট করে জানাল আলিপুর আবহাওয়া দফতর
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল চিত্র।
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 9:08 AM
Share

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস। তা বিক্ষিপ্ত হলেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি সর্তকতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কেন বৃষ্টি?

মৌসুমী অক্ষরেখার প্রভাব রয়েছে উত্তরবঙ্গে। গোরক্ষপুর থেকে পাটনা হয়ে অরুণাচলপ্রদেশ পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। বিহারের রয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে এই বৃষ্টি চলবে।

১২ অগস্ট বৃহস্পতিবার

ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দুএক জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায়। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবারে।

১৩ অগস্ট শুক্রবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা। ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারের বেশ কয়েক জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু অংশে।

১৪ অগস্ট শনিবার ভারী বৃষ্টির কমলা সর্তকতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলার বেশিরভাগ জায়গায়। ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।

১৫ অগস্ট রবিবার

ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দু এক জায়গায়। ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ। আরও পড়ুন: মায়ের সঙ্গে এসেছিলেন চিকিত্সা করাতে, তার আগেই হাসপাতালের পুকুরে ভেসে উঠল দেহ! রহস্য এসএসকেএম-এ