‘তৃণমূল ৬০-এর বেশি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেব’, পিকে-র পাল্টা সায়ন্তন

"এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি ৬০টার বেশি আসন পায়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।"

'তৃণমূল ৬০-এর বেশি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেব', পিকে-র পাল্টা সায়ন্তন
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 21, 2020 | 6:05 PM

কলকাতা: টুইটারে বিজেপিকে চ্যালেঞ্জ ছোড়ার পরই কটাক্ষ সকালেই হজম করতে হয়েছিল তৃণমূলের ভোট ম্যানেজার প্রশান্ত কিশোরকে। কটাক্ষেই থামল না বিজেপি। পিকের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে রাজ্য বিজেপির নেতৃত্ব দাবি করলেন, একুশের ভোটে ৬০টার বেশি আসন তৃণমূল পাবে না।

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu) বলেছেন, “পিকে যা বলছেন, তা নতুন কিছু নয়। এর আগে কেউ বলেছিলেন নরেন্দ্র মোদী জিতলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কেউ বলেছেন বিজেপি জিতলে রাজনীতি ছেড়ে দেবেন, কিন্তু কোনও চ্যালেঞ্জেই তাঁরা জিততে পারেননি, কেউ রাজনীতি ছাড়েনওনি। এটা তৃণমূলের সংস্কৃতি। ভিত্তিহীন চ্যালেঞ্জ ছুড়তে তাঁরা অভ্যস্ত।”

একথা বলেই পিকের উদ্দেশে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন সায়ন্তন। “এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল যদি ৬০টার বেশি আসন পায়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।” সকালেই অবশ্য পিকের টুইটের জবাব নাম না করে দিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়।

আরও পড়ুন: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না’, অমিত শাহকে পড়াশোনা করার উপদেশ মমতার

শাহ চ্যালেঞ্জ ছুড়ে গেছেন, বাংলায় ২০০র বেশি আসন নিয়ে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে বিজেপি। শাহ ফিরতেই পাল্টা হুঙ্কার শাসকদলের ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের। সোজা সাপটা জবাব, বাংলায় ‘ডবল ডিজিট’ পেরোতেই বেগ পাবে বিজেপি। এখানেই থামেননি পিকে।

বলেছেন, তাঁর এই টুইট যেন সেভ করে রাখা হয়। এর চেয়ে বিজেপির ভাল রেজাল্ট হলে রাজনৈতিক পরিসর ছেড়ে চলে যাবেন তিনি।