Left Wins: শীত পড়তেই বাজার গরম বামেদের, রাতারাতি ঘুরে গেল খেলা, অবশেষে এল বড় জয়

Left Wins: শুধু কলকাতা মেট্রোই নয়, পূর্ব রেলের নির্বাচনে বাম সমর্থিত ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে জয়জয়কার হয়েছে। পূর্ব রেলের নির্বাচনে ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে ৪২ শতাংশ ভোট পেয়েছে।

Left Wins: শীত পড়তেই বাজার গরম বামেদের, রাতারাতি ঘুরে গেল খেলা, অবশেষে এল বড় জয়
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2024 | 9:43 PM

কলকাতা: লোকসভা থেকে বিধানসভা, এমনকী হালের উপনির্বাচন, সব ভোটেই বাংলায় কার্যত খালি হাতে ফিরতে হয়েছে বামেদেরা। তবে মেট্রো রেলের কর্মী নির্বাচনের ফল বেরোতেই উড়ল লাল আবির। বড় জয় পেল বামেরা। বাম সমর্থিত মেট্রো রেল মেন্স ইউনিয়ন ধরে রাখল ক্ষমতা। প্রসঙ্গত, প্রায় ১১ বছর পর কলকাতা মেট্রোতে ভোট হল। যে নির্বাচনে একমাত্র স্বীকৃত ইউনিয়নের মর্যাদা পেল বাম সমর্থিত মেট্রোরেল মেন্স ইউনিয়ন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামনে আসে ফল। তবে বামেরা ছাড়াও কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি সমর্থিত ইউনিয়ন এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। মোট ৩,৩০৩ জন কর্মী ভোট দিয়েছিলেন। নির্বাচনের ফলাফল সামনে আসতেই দেখা গেল একেবারে ফার্স্ট বয় বামেরা। দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তৃণমূল সমর্থিত ইউনিয়ন তৃতীয় এবং বিজেপি সমর্থিত ভারতীয় মজদুর সংঘের ইউনিয়ন চতুর্থ হয়েছে। গত নির্বাচনেও বামফ্রন্ট প্রভাবিত মেট্রো রেলওয়ে মেনস ইউনিয়ন জয়ী হয়েছিল। বামেরা এখানে গোলাপ ফুল চিহ্ন নিয়ে লড়ছেন। তৃণমূল কংগ্রেসের চিহ্ন রেলইঞ্জিন। বই চিহ্ন আছে কংগ্রেসের। আর ভারতীয় মজদুর সংঘের শ্রমিক সংগঠনের প্রতীক মুষ্টিবদ্ধ হাতে ধানের শিষ। এবার রেলের মোট ১৭ টি জোনে ভোট হচ্ছে। কিন্তু বৈচিত্র কলকাতায় মেট্রোয়। একমাত্র কলকাতা মেট্রোয় ইভিএম-এর ব্যবহার করা হয়েছে। 

শুধু কলকাতা মেট্রোই নয়, পূর্ব রেলের নির্বাচনে বাম সমর্থিত ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এবং দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে জয়জয়কার হয়েছে। পূর্ব রেলের নির্বাচনে ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে ৪২ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে সাউথ ইস্টার্ন রেল মেন্স ইউনিয়ন এককভাবে ৩৭ শতাংশের বেশি ভোট এককভাবে পেয়েছে। মূলত ৩৫ শতাংশের বেশি ভোট এককভাবে পেলে সেই ইউনিয়নকে স্বীকৃত ইউনিয়ন বলে ধরা হয়। এই দু’টি ডিভিশনের মধ্যে পূর্ব রেল ডিভিশনের নির্বাচনে মাত্র ৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল সমর্থিত ইউনিয়ন। দক্ষিণ পূর্ব রেলের নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট দশমিকের নিচে।