Local Train Update: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন, জুন মাস থেকেই লোকাল ট্রেনে মিলবে অন্য অভিজ্ঞতা
Sealdah Station: রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ শুরু হয়েছিল, তা প্রায় শেষের পথে। আগামী জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হয়ে যাবে। আর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হলেই লোকাল ট্রেনে বড় বদল আনা হবে।

কলকাতা: লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য সুখবর। জুন মাস থেকেই সহজ হচ্ছে যাতায়াত। বাড়তে চলেছে লোকাল ট্রেনের কামরা। আগামী জুন মাস থেকেই শিয়ালদহ শাখার সমস্ত লোকাল ট্রেন ১২ বগি হয়ে যাওয়ার সম্ভাবনা। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ মেইন শাখায় প্ল্য়াটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। জুন মাসের মধ্যেই এই কাজ শেষ হয়ে যাবে। এরপরই বাড়ানো হবে লোকাল ট্রেনের কামরা।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্ল্যাটফর্ম সম্প্রসারণের যে কাজ শুরু হয়েছিল, তা প্রায় শেষের পথে। আগামী জুন মাসের মধ্যে শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হয়ে যাবে। আর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ শেষ হলেই লোকাল ট্রেনে বড় বদল আনা হবে।
কী এই বদল? রেলের তরফে জানানো হয়েছে, লোকাল ট্রেনের বগি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকাল ট্রেনগুলিকে ১২ কামরার করে দেওয়া হবে। শিয়ালদহে প্ল্যাটফর্ম ছোট হওয়ার কারণে অনেক ট্রেনই ৯ কামরার দিতে হয়। এতে ট্রেনে ভিড় বাড়ে। নিত্যযাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হয়। যাত্রীদের এই সমস্যার সমাধান করতেই এবার লোকাল ট্রেনের কামরা বাড়ানো হবে।





