Lok Sabha Election 2024: ‘মেরে পুঁতে দেব…’, ভোট দিতে গিয়ে হুমকির মুখে পরিচালক অনীক দত্ত

Anik Dutta: কেন একাধিক ক্যাম্প বসার জায়গা করা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করেন তিনি। অভিযোগ, সেই কারণেই হুমকির মুখে পড়তে হয় অনীক দত্তকে। চিত্র পরিচালক বলেন, 'ভোট দিয়ে যখন ফেরত আসছিলাম, তখন দেখলাম আশপাশ থেকে ৩০-৪০ জন খেলা হবে, খেলা হবে স্লোগান দিতে দিতে আমার দিকে ধেয়ে আসে।'

Lok Sabha Election 2024: 'মেরে পুঁতে দেব...', ভোট দিতে গিয়ে হুমকির মুখে পরিচালক অনীক দত্ত
পরিচালক অনীক দত্তImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2024 | 8:12 PM

কলকাতা: ভোট দিয়ে ফেরার পথে চিত্র পরিচালক অনীক দত্তকে হেনস্থার অভিযোগ। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভোটার তিনি। অনীক দত্তের বক্তব্য, তিনি যখন বুথে যাচ্ছিলেন, তখন দেখেন বুথের বাইরে তৃণমূলের একাধিক ক্যাম্প বসেছে। কেন একাধিক ক্যাম্প বসার জায়গা করা হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করেন তিনি। অভিযোগ, সেই কারণেই হুমকির মুখে পড়তে হয় অনীক দত্তকে। চিত্র পরিচালক বলেন, ‘ভোট দিয়ে যখন ফেরত আসছিলাম, তখন দেখলাম আশপাশ থেকে ৩০-৪০ জন খেলা হবে, খেলা হবে স্লোগান দিতে দিতে আমার দিকে ধেয়ে আসে।’

অনীক দত্তের অভিযোগ, তাঁকে বিভিন্নভাবে হুমকি ও গালাগালি দেওয়া হয়েছে। পরিচালকের কথায়, তাঁকে বলা হয়েছে, “জলে থেকে কুমিরের সঙ্গে লাগতে এসো না। মেরে পুঁতে দেওয়া হবে। বিভিন্ন ধরনের গালাগালি করা হয়।” এমনকী তিনি মদ্যপ অবস্থায় ভোট দিতে এসেছেন, এমন কথাও বলা হয়েছে বলে অভিযোগ অনীক দত্তের।

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র অন্যতম হাইভোল্টেজ এক আসন। তৃণমূলের শক্ত ঘাঁটি কলকাতা দক্ষিণ। এবার সেখান থেকে প্রার্থী হয়েছেন মালা রায়। তাঁর বিপরীতে বিজেপির টিকিটে লড়ছেন দেবশ্রী চৌধুরী। পাশাপাশি বাম-কংগ্রেসের জোটের তরফে ভোটে লড়ছেন সিপিএমের সায়রা শাহ হালিম। আজ যখন এই হুমকির অভিযোগ তুলছিলেন অনীক দত্ত, তখন তাঁর পাশে ছিলেন বাম প্রার্থী সায়রা শাহ হালিমও।