Saayoni Ghosh: শিবলিঙ্গে দুধ ঢেলে সায়নী ঘোষ ঢুকলেন ভাঙড়ের পার্টি অফিসে, এরপর…
Jadavpur: সিংহভাগ প্রার্থী ভোটের দিন এ বুথ ও বুথ ঘুরলেও সায়নী কিন্তু ভাঙড়ের ওই পার্টি অফিসেই বসে ছিলেন। কারণ কি? সায়নীর জবাব, "আমরা এদিনটা মনিটর করাটাই অগ্রাধিকার দিয়েছি। ২-৩টে ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভাঙড়ে। সেখানে যাওয়ার দরকার নেই। তার থেকেও বড় কথা সবকটা বিধানসভাকেই ক্লোজলি মনিটর করতে হবে। রাস্তায় নেমে তা করা সম্ভব নয়।"
কলকাতা: শিবলিঙ্গের ছবি পোস্ট করেই বিতর্কে নাম জড়িয়েছিল সায়নী ঘোষের। ২০২৪-এর লোকসভা ভোটে সেই শিবেই ভরসা সায়নীর। যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী শনিবার ভোটের সকালটা শুরু করেন শিব পুজো করেই। পরণে সাদা শাড়ি, তুঁতে পাড়। গায়ে আঁচল জড়ানো। শিবলিঙ্গে দুধ ঢালেন, মোমবাতি-ধূপও দেখান। এরপর সেখান থেকে সোজা চলে যান ভাঙড়। সারাদিন সেই পার্টি অফিসেই কাটিয়েছেন তিনি।
সিংহভাগ প্রার্থী ভোটের দিন এ বুথ ও বুথ ঘুরলেও সায়নী কিন্তু ভাঙড়ের ওই পার্টি অফিসেই বসে ছিলেন। কারণ কি? সায়নীর জবাব, “আমরা এদিনটা মনিটর করাটাই অগ্রাধিকার দিয়েছি। ২-৩টে ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভাঙড়ে। সেখানে যাওয়ার দরকার নেই। তার থেকেও বড় কথা সবকটা বিধানসভাকেই ক্লোজলি মনিটর করতে হবে। রাস্তায় নেমে তা করা সম্ভব নয়।”
এদিন ভাঙড়ে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে সায়নী বলেন, “বিরোধীরা অভিযোগ করবেই। তারা কী বলছে না বলছে আমার ভাবার বিষয় নয়। সাধারণ মানুষ ভোট দিতে পারছে কি পারছে না, সেটা আমাদের কনসার্ন। তবে ভোটের শতাংশ বুঝিয়ে দিচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।