Madan Mitra: পুজোয় শপিং মলে দুস্থ শিশুদের হাতে জামা-কাপড় তুলে দিলেন মদন মিত্র

Kamarhati: এই সমাজে যারা তথাকথিত দুঃস্থ শিশু! যাদের পুজোয় জোটেনি পরনের নতুন বস্ত্র এবার তাদের জন্যই খুলে দেওয়া হল শপিং মল।

Madan Mitra: পুজোয় শপিং মলে দুস্থ শিশুদের হাতে জামা-কাপড়  তুলে দিলেন মদন মিত্র
মদন মিত্র (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2022 | 6:17 PM

কলকাতা: রবিবার মহালয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় ঢাকের কাঠি পড়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন ঘরে-ঘরে। কলকাতার তথাকথিত মার্কেটগুলোয় এখন উপচে পড়া ভিড়। নিজেকে নতুন জামা কাপড়, জুতোয় সাজিয়ে তুলতে ব্যস্ত সকলে। তবে ওদের কথা ভাববে কে? এই সমাজে যারা তথাকথিত দুঃস্থ শিশু! যাদের পুজোয় জোটেনি পরনের নতুন বস্ত্র এবার তাদের জন্যই খুলে দেওয়া হল শপিং মল। একটি চ্যারিটি ও কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে একদল কচিকাচা মলে ঢুকে কিনে নিল তাদের নতুন জামাকাপড়।

মহালয়ার আগে শহরের একটি নাম করা শপিং মলে যান তৃণমূল বিধায়ক। দুস্থ শিশুদের হাতে পুজোর নতুন জামাকাপড় তুলে দেন মদন মিত্র। তিনি বলেন, ‘আজকে এই সংস্থা এগিয়ে এসেছে। সেই কারণে আমি খুবই গর্বিত। কারণ ওরা নিজেদের জামাকাপড় না কিনে দুস্থদের জামাকাপড় কিনছে। আসলে আমাদের ভাবা উচিৎ আমি খাব, আমি পরব এই সব থেকে এগিয়ে যাওয়া ও শেয়ার করা।’

সংশ্লিষ্ট চ্যারিটির অমৃতা সিং কর্নধার বলেন, ‘আমি অনেক ঝড়-ঝাপ্টার মধ্যে দিয়ে এখন জীবন সামলাচ্ছি। তাই নিজে একজন সিঙ্গল মা হয়ে সমাজের পিছিয়ে পড়া সকল দুস্থ বাচ্চাদের পুজোর জামাকাপড় কিনে দিতে এগিয়ে এলাম।’