Mamata Banerjee: মমতা-বাবুনের ‘রাগারাগি’র মাঝে আরেক ভাই অজিত মুখ খুললেন…
Mamata Banerjee: এদিন বাবুন বন্দ্যোপাধ্যায় একের পর এক বোমা ফাটান। বলেন, "দিদির যাঁরা বেশি কান ভাঙায় তাঁদের মধ্যে অনেকেই টিকিট পেয়েছেন। আমি হাওড়া থেকে নির্দল হয়ে দাঁড়াতে চাইছি। তাও আমি দিদির সঙ্গে আলোচনা করব। দিদি যা বলবেন আমি অক্ষরে-অক্ষরে পালন করব।"
কলকাতা: ভোটের বাজারে বুধবার সকালে বোমা ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। যিনি বাবুন বন্দ্যোপাধ্যায় বলেই বেশি পরিচিত। ভোটে লড়াই করার ইচ্ছা ছিল তাঁর। টিকিট না পেয়ে হুঁশিয়ারি দেন, নির্দল প্রার্থী হয়ে লড়বেন। পছন্দের কেন্দ্র হাওড়া। যেখানে তৃণমূলের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে সকাল থেকে একের পর এক বোমা ফাটান বাবুন। এরপরই শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেন, “আজ থেকে আমার ভাই হিসাবে ওকে কেউ পরিচয় দেবেন না। সব সম্পর্ক আমি ছিন্ন করলাম।” দিদি-ভাইয়ের এমন তরজায় হতবাক বন্দ্যোপাধ্যায় পরিবারের আরেক সদস্য মমতা-বাবুনের আরেক ভাই অজিত বন্দ্যোপাধ্যায়।
অজিত বন্দ্যোপাধ্যায় টিভিনাইন বাংলাকে বলেন, “বাবুন যা করেছে তার জন্যই উনি রাগ করেছেন। হঠাৎ যেটা করা উচিত নয়, সেটা করেছে বাবুন। অবশ্যই ভুল করেছে। ও নিজেও তো ওর ভুলটা বুঝতে পেরেছে।”
এদিন বাবুন বন্দ্যোপাধ্যায় একের পর এক বোমা ফাটান। বলেন, “দিদির যাঁরা বেশি কান ভাঙায় তাঁদের মধ্যে অনেকেই টিকিট পেয়েছেন। আমি হাওড়া থেকে নির্দল হয়ে দাঁড়াতে চাইছি। তাও আমি দিদির সঙ্গে আলোচনা করব। দিদি যা বলবেন আমি অক্ষরে-অক্ষরে পালন করব।”
নির্দল হয়ে লড়ার দাবির পাশাপাশি বাবুন বলেন, প্রসূনের নামে তাঁর কাছে বহু অভিযোগ এসেছে। প্রসূনকে ‘জনসংযোগহীন বিহীন’ প্রার্থী বলেও মন্তব্য করেছেন বাবুন। বাবুন -প্রসূনের ‘দ্বৈরথ’ আজকের নয়। কয়েক বছর আগে মোহনবাগান ক্লাবের এক মঞ্চে মাইক হাতে প্রসূন-বাবুন ঝগড়া করেছিলেন। এবার রাজনীতির মঞ্চেও বাবুনের ‘বিক্ষোভ’। যদিও মমতা সম্পর্ক ছিন্ন করতেই বাবুন সুর নরম করেন। বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার দিদি। উনিই আমার অভিভাবক।” তবে ঘটনার প্রেক্ষিতে এখনও যে মমতা ক্ষুব্ধ, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরে বলেছেন, “যা বলার আমি শিলিগুড়িতে বলে এসেছি। ওটাই স্ট্য়ান্ড।”