Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee on Abhishek: ‘২৫ দিন ধরে রাস্তায়… খাওয়া নেই… ঘুম নেই’, অভিষেককে ফিরে আসতে বলেছিলেন মমতা

Mamata Banerjee on Abhishek: সিবিআই নোটিস পাওয়ার পর শুক্রবার রাতেই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতার দাবি, আদতে তৃণমূলের কর্মসূচি রুখে দিতেই বিজেপি ষড়যন্ত্র করছে।

Mamata Banerjee on Abhishek: '২৫ দিন ধরে রাস্তায়... খাওয়া নেই... ঘুম নেই', অভিষেককে ফিরে আসতে বলেছিলেন মমতা
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 19, 2023 | 8:01 PM

কলকাতা: ‘২৫ দিন ধরে রাস্তায় আছে… দিনে খাওয়া হয় না… রাতে ঘুম হয় না…।’ একদিকে যখন বাঁকুড়া থেকে কলকাতা ফেরার রাস্তা ধরেছেন অভিষেক, তখন দলের প্রতি তাঁর নিষ্ঠা এই সুরেই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে প্রায় প্রতিদিন রাস্তায় নামছেন অভিষেক। তাঁবুতে রাত কাটিয়ে জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মাটি শক্ত করতে কোনও ফাঁক রাখতে চায় না দল। কিন্তু সেই ‘জোয়ারে’ আচমকা ছন্দপতন। সিবিআই নোটিস পাওয়ার পর শুক্রবার রাতেই কলকাতায় ফিরছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মমতার দাবি, আদতে তৃণমূলের কর্মসূচি রুখে দিতেই বিজেপি ষড়যন্ত্র করছে।

এদিন অভিষেকের অনুপস্থিতিতে তাঁর সভায় ভার্চুয়ালি বক্তব্য পেশ করেন মমতা। শুরুতেই তিনি বলেন, ‘অভিষেক ২৫ দিন ধরে রাস্তায় আছে। আমার সঙ্গে মালদহে দেখা হয়েছিল। আমি ওকে বলেছিলাম, দেখ তোর ঘরে দুটো ছোট ছোট বাচ্চা আছে, স্ত্রী আছে। বাবা-মা চিন্তা করে। এখন ঝড় জলের দিন, বাজ পড়ছে। মানুষ মারা যাচ্ছে। জীবনের ঝুঁকি আছে। তুই প্রোগ্রামটা সাতদিন বাদে কর। ফিরে আয়।’ মমতা জানান, অভিষেক তাঁকে উত্তরে বলেছিলেন, ‘না দিদি, আমি যখন বলেছি ২ মাস প্রোগ্রাম করব, তখন ২ মাসই করব। তোমার আশীর্বাদ থাকলেই হল।’

আত্মীয় হিসেবে যে অভিষেককে আলাদাভাবে কোনও গুরুত্ব দেন না, সেটাও এদিন বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘অনেকেই বলেন আত্মীয় বলে অভিষেককে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু কোনও নেতা বা নেত্রীর কখনও আত্মীয় হয় না। আত্মীয় তো জনগণ। মানুষের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক।’

অভিষেক সিবিআই নোটিস পাওয়ার পর ফোনেও তাঁর সঙ্গে কথা হয়েছে মমতার। মমতা বলেন, ‘নোটিস পাওয়ার পর তিনবার কথা হয়েছে। ওকে বললাম, তুই দুদিন সময় নিয়ে নে। ও বলল না দিদি। ওরা যখন ডেকেছে, আমিও যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি।’ আরও বলেন, ‘২৫ দিন ধরে পরিবার পরিজন ছেড়ে পড়ে আছে, ওদেরও বোঝা উচিত। দু’দিন সময় দেওয়া উচিত।’