Airport: বিমান কলকাতায় নামার ঠিক আগেই অজ্ঞান যাত্রী, ছুটল মেডিক্যাল টিম
Airport: তৎক্ষণাৎ পাইলট কলকাতার এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। মেডিক্যাল এমার্জেন্সি হিসেবে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো অপর একটি বিমানকে গো অ্যারাউন্ড করে দিয়ে ওই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
কলকাতা: কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বেঙ্গালুরু থেকে কলকাতাগামী যাচ্ছিল এক যাত্রী। ইন্ডিগোর ৬ই ৫০৩ বিমানটি কলকাতায় অবতরণ করার আগেই সংজ্ঞাহীন হয়ে পড়েন উত্তম দাস। বিমানের আসনে ওইভাবে পড়ে থাকতে দেখে পাশের আসনে বসা যাত্রী কেবিন ক্রু-র দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে সঙ্গে কেবিন ক্রু পাইলটের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেন।
তৎক্ষণাৎ পাইলট কলকাতার এটিসি-র সঙ্গে যোগাযোগ করেন। মেডিক্যাল এমার্জেন্সি হিসেবে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। সেই মতো অপর একটি বিমানকে গো অ্যারাউন্ড করে দিয়ে ওই বিমানটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানবন্দরে নিযুক্ত মেডিক্যাল টিম বে নম্বর ৯-এ উপস্থিত হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পরে জ্ঞান না ফেরায় দ্রুততার সঙ্গে যাত্রীকে অপারেটিং সিস্টেমের ৫ নম্বর গেটে নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে রাত আড়াইটে নাগাদ এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আরজিকর হাসপাতালে পাঠানো হয় ওই যাত্রীকে। হাসপাতাল সূত্রে খবর, ওই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।
কয়েকদিন আগেই ‘ইরাকি এয়ারওয়েজে’র বিমানে বিমানে বছর ১৭-র এক কিশোরী অচৈতন্য হয়ে পড়ে। তড়িঘড়ি বিমান অবতরণের পর হাসপাতালে পাঠানো হয় ওই কিশোরীকে। সেখানে কিশোরীকে মৃত বলে ঘোষণা করা হয়।