লাগাতার বৃষ্টির দাপট চলছে উত্তরবঙ্গে। আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল বর্তমানে মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে অনেকটাই উত্তরে। অবস্থান করছে হিমালয়ের কাছাকাছি অঞ্চলে।
মৌসুমী অক্ষরেখার অবস্থান বদলেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এরমধ্যে এবার ভয়াবহ ধস নামল উত্তর সিকিমের ছাঙ্গু লেকে।
সূত্রের খবর, ইতিমধ্যেই জলের তোড়ে বেশ কয়েকজন ভেসে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নেমেছে সেনা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে ৭৪ জনকে উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী।
এদিকে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সিকিমের সঙ্গে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় ছাপ পড়েছে। সিকিম থেকে কালিম্পং-শিলিগুড়ি আসার পথে রাস্তাতেই আটকে পড়েছে বহু গাড়ি। একাধিক রাস্তায় তীব্র যানজটও তৈরি হয়েছে।
নতুন করে ধস নেমেছে শিলিগুড়ি-সিকিমগামী জাতীয় সড়কে। একটানা বৃষ্টির কারণেই এই ধস বলে মনে করা হচ্ছে।
বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক হয়ে শিলিগুড়ি-গ্যাংটক সড়ক যোগাযোগ। ঘুরপথে যাচ্ছে গাড়ি। আটকে পড়া যাত্রীদের সুবিধার্ধে ভিন্ন রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কার্শিয়াং, লোপচো এবং অন্যান্য রুটে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।
সূত্রের খবর, ৫৫ নম্বর জাতীয় সড়ক হয়ে যাচ্ছে বেশিরভাগ গাড়ি গাড়ি। দার্জিলিংয়ের জোড়বাংলা হয়ে তিস্তাবাজার দিয়ে ঘুরে যাচ্ছে গাড়িগুলি। তবে টানা বৃষ্টির জেরে উদ্ধারকাজেও বিশেষ গতি আসছে বলে জানা যাচ্ছে।