Mission Pritilata : ‘বাড়ছে নারী নির্যাতন’, মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে ‘মিশন প্রীতিলতা’ শিবির এসএফআইয়ের
Mission Pritilata : সিপিএমের ছাত্র সংগঠনের বক্তব্য, "নারী সুরক্ষা সুনিশ্চিত করা যাদের কাজ, সেই প্রশাসন ব্যর্থ। তাই আত্মরক্ষার দায়িত্ব নিতে হবে নিজেদেরই।"
প্রদীপ্তকান্তি ঘোষ
ধর্ষণ, গণধর্ষণ, শ্লীলতাহানি। রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের একের পর এক অভিযোগ উঠছে। এর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে পদক্ষেপ করল সিপিএমের ছাত্র সংগঠন। মেয়েদের সেল্ফ ডিফেন্স ট্রেনিং শিবিরের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই-য়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। আর ওই শিবিরের নাম দেওয়া হয়েছে মিশন প্রীতিলতা (Mission Pritilata)।
উত্তর ২৪ পরগনায় গত কয়েকদিনে একাধিক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। সিপিএমের ছাত্র সংগঠনের অভিযোগ, অভিযুক্তরা অনেকেই শাসকদলের নেতা কিংবা তাঁদের ঘনিষ্ঠ। আবার নদিয়ার হাঁসখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়েও তোপ দেগেছে তারা। সিপিএমের ছাত্র সংগঠনের নেতৃত্বের বক্তব্য, “নারী সুরক্ষা সুনিশ্চিত করা যাদের কাজ, সেই প্রশাসন ব্যর্থ। তাই আত্মরক্ষার দায়িত্ব নিতে হবে নিজেদেরই। শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও তৈরি হতে হবে ছাত্রীদের। সবাইকে বিশ্বাস করতে হবে কেউ কোনও অংশে কম নয়। প্রাথমিক কিছু আত্মরক্ষার পাঠ শিখে রাখলে প্রথমেই চোখে চোখ রাখা যাবে। অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলার সাহস বাড়বে।”
মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতেই এসএফআই-য়ের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি এই শিবির করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই শিবির শুরু হবে বসিরহাট মহকুমার কিছু অঞ্চলে। প্রান্তিক অংশের ছাত্রীদের দেওয়া হবে স্বাবলম্বনের পাঠ। মে মাসের শুরুতে এই শিবির শুরু হবে।
এই শিবিরের নাম স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের নামে কেন?
১৯১১ সালের ৫ মে জন্ম প্রীতিলতার। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেন স্বাধীনতা সংগ্রামীরা। সেইসময় একটি গুলি লাগে প্রীতিলতার শরীরে। পুলিশ যাতে তাঁকে ধরে না ফেলে সেজন্য পটাসিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। তখন তাঁর বয়স মাত্র ২১। মেয়েরাও যে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে পারে, তা দেখিয়েছিলেন। সিপিএমের ছাত্র সংগঠনের বক্তব্য, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো লড়াই, সংগ্রামের মানসিকতা যাতে সব মেয়েদের তৈরি হয়, সেজন্যই এই নাম। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁরা বলেন, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বলতে গিয়ে ঠিক করে মনে করতে পারছিলেন না। প্রীতিলতার পদবিটাই ভুল বলেন।
সিপিএমের রাজ্য কমিটির সদস্য তথা এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এই নিয়ে বলেন, “এটা আমরা উত্তর ২৪ পরগনার অশোকনগরে পাইলট প্রজেক্ট হিসাবে করেছিলাম। ইতিবাচক সাড়া মিলেছিল। এবার সারা জেলাতেই করতে চাইছি। তার সূচনা হচ্ছে। যেভাবে রাজ্যজুড়ে ছাত্রীদের উপর আক্রমণ হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসঙ্গে রাজনৈতিক সংগঠন হিসাবে সচেতনতার কাজও আমরা করব।”
আরও পড়ুন : Ajanta Biswas : সিপিএমের সঙ্গে সম্পর্কচ্ছেদ অনিল-কন্যার? দলের সদস্যপদ পুনর্নবীকরণ করালেন না অজন্তা