Nabanna Abhijan Update: নয়া রুটেই নবান্ন অভিযান, DA-র দাবিতে হাওড়া স্টেশন থেকে শুরু সরকারি কর্মীদের মিছিল
Nabanna Abhijan: ডিএ আন্দেলনকারীরা ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করতে চেয়ে আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, মেলেনি অনুমতি।
কলকাতা: অনুমতি নিয়ে চাপানউতর চলছিল। অবশেষে বকেয়া ডিএ-র (DA) দাবিতে এদিন নবান্ন অভিযানে (Nabanna Abhijan) নামছেন সরকারি কর্মীরা। মিছিলের রুট পরিবর্তন করে নবান্ন অভিযানে অনুমতি দিয়েছে আদালত। অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা।
- ফেরিঘাট থেকে বঙ্কিমসেতু, এমজি রোড, হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করবে সরকারি কর্মীদের সংগঠনগুলি। আগে তারা যে পথে মিছিল করবেন বলে ভেবেছিলেন সেই পথে তাঁরা যেতে পারবেন না। উল্টে আদালতের নির্দেশিত পথেই যেতে হবে তাঁদের।
- বিগত কয়েকমাস ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। ৪ মে নবান্ন অভিযান করার অনুমতি চেয়ে তারা এর আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, অনুমতি মেলেনি।
- পুলিশ প্রশাসনের কাছে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিলের অনুমতি না পেয়ে আগেই আদালতের দ্বারস্থ হয় যৌথ মঞ্চ। মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
- অনুমতি না দেওয়া প্রসঙ্গে রাজ্য জানায় যে রুটে মিছিল করার কথা বলা হচ্ছে, তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। দুপুর আড়াইটেয় স্কুল ছুটি হয়৷ ওই রুটে ট্র্যাফিক সমস্যা। ওই রুটেই রয়েছে রাজভবন, হাইকোর্টের মতো একাধিক গুরুত্বপূর্ণ ভবন। এই মিছিল হলে কলকাতা অবরুদ্ধ হয়ে পড়বে, সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে দাবি করা হয়েছিল রাজ্যের তরফে। অবশেষে নতুন করে মেলে মিছিলের অনুমতি।
- অবশেষে রুট বদল করে দুপুর আড়াইটে নাগাদ মিছিল শুরু কোর্ডিনেশন কমিটির। হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলছে মিছিল।
- এই মুহূর্তে রয়েছে হাওড়া পুরসভার সামনে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে সরকারি কর্মীরা রয়েছেন মিছিলে।
- নেতৃত্বদের দাবি, প্রতিটা জেলা থেকে সরকারি চাকুরিজীবী, এমনকী অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবীরা মিছিলে পা মিলিয়েছেন। সব মিলিয়ে কয়েক হাজার মানুষ মিছিলে পা মিলিয়েছেন। তবে নির্দিষ্টভাবে জমায়েতের সংখ্যা এখনও জানা যায়নি।