পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। জনস্বাস্থ্য কারিগরী দফতরের পাশাপাশি পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন তিনি। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পর পঞ্চায়েত দফতর ফাঁকা ছিল (অলংকরণ- অভীক দেবনাথ)
মেয়াদ শেষ হচ্ছে অমিত মিত্রের। অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থ দফতরের উপদেষ্টা হচ্ছেন বর্তমান অর্থ মন্ত্রী অমিত মিত্র। (অলংকরণ- অভীক দেবনাথ)
অসুস্থ সাধন পাণ্ডে। তাঁর দফতরের দায়িত্ব সামলাতেন সুব্রত মুখোপাধ্যায়। ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব সামলাবেন মানস ভুঁইয়া, বর্তমানে তিনি জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। তাঁর হাতেও যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব। (অলংকরণ- অভীক দেবনাথ)
রাষ্ট্রায়ত্ত্ব উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রী হলেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি রাজ্যের শিল্প মন্ত্রী। (অলংকরণ- অভীক দেবনাথ)
পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। বর্তমানে তিনি শ্রম দফতরের প্রতিমন্ত্রী। তাঁর হাতেও অতিরিক্ত দায়িত্ব। (অলংকরণ- অভীক দেবনাথ)
অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক দফতরের প্রতিমন্ত্রীর দা.য়িত্ব সামলান তিনি। (অলংকরণ- অভীক দেবনাথ)
স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দফতরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। বর্তমানে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী তিনি। সামলাবেন অতিরিক্ত দায়িত্ব। (অলংকরণ- অভীক দেবনাথ))
ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। বন প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা। (অলংকরণ- অভীক দেবনাথ))