Winter Weather : আগামী ২৪ ঘণ্টাতে অনেকটাই বাড়বে তামপাত্রার পারা, বড়দিনে কমছে শীতের আমেজ

Winter Weather : আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।

| Edited By: | Updated on: Dec 23, 2022 | 6:19 PM
হাতে আর মাত্র একটা দিন। আর তারপরেই বড়দিন (Christmas 2022)। এখন থেকেই সান্টার টুপি পরে সেজে উঠছে গোটা বাংলা (West Bengal)। তবে এরইমধ্যে আবার শীতপ্রেমীদের জন্য মন খারাপের কথা শুনিয়েছে হাওয়া অফিস। বড়দিনে কম থাকবে ঠান্ডার আমেজ। তামপাত্রার পারা থাকবে ঊর্ধ্বমুখী।

হাতে আর মাত্র একটা দিন। আর তারপরেই বড়দিন (Christmas 2022)। এখন থেকেই সান্টার টুপি পরে সেজে উঠছে গোটা বাংলা (West Bengal)। তবে এরইমধ্যে আবার শীতপ্রেমীদের জন্য মন খারাপের কথা শুনিয়েছে হাওয়া অফিস। বড়দিনে কম থাকবে ঠান্ডার আমেজ। তামপাত্রার পারা থাকবে ঊর্ধ্বমুখী।

1 / 5
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত ঠান্ডা বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতর বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার সকাল পর্যন্ত ঠান্ডা বজায় থাকলেও দুপুর থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আবহাওয়া দফতর বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে।

2 / 5
তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু, দেখা যাবে কুয়াশার দাপট। কুয়াশার চাদড়ে ঠাকা পড়বে দুই বাংলাই। সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গে।

তবে আগামী কয়েকদিন বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু, দেখা যাবে কুয়াশার দাপট। কুয়াশার চাদড়ে ঠাকা পড়বে দুই বাংলাই। সবথেকে বেশি কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গে।

3 / 5
উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় দৃশ্যমানতা কম থাকবে ঘন কুয়াশার জন্য। ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা থাকবে বলে জানা যাচ্ছে।উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় দৃশ্যমানতা কম থাকবে ঘন কুয়াশার জন্য। ৫০ থেকে ২০০ মিটার পর্যন্ত দৃশ্যমানতা থাকবে বলে জানা যাচ্ছে।উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।

4 / 5
দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। কলকাতাতেও মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। মোটের উপর, ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানা যাচ্ছে।  সপ্তাহান্তেই বঙ্গোপসাগের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। সে কারণেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় হেরফের দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে। কলকাতাতেও মাঝারি কুয়াশার প্রভাব থাকবে বলে জানা যাচ্ছে। মোটের উপর, ২৫ তারিখ থেকে ২৭ তারিখ পর্যন্ত বাংলার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে জানা যাচ্ছে। সপ্তাহান্তেই বঙ্গোপসাগের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির পূর্বাভাস রয়েছে। সে কারণেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় হেরফের দেখতে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।

5 / 5
Follow Us: