Night Curfew: রাজ্যে ফের নাইট কার্ফু, শহরের ৩১ জায়গায় চলছে নাকা চেকিং

Night Curfew: বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা-সহ সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক।

Night Curfew: রাজ্যে ফের নাইট কার্ফু, শহরের ৩১ জায়গায় চলছে নাকা চেকিং
নৈশ বিধিনিষেধ। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2022 | 9:03 AM

কলকাতা: সংক্রমণের গ্রাফ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে । বৃদ্ধি পাচ্ছে নমুনা পরীক্ষার পজিটিভিটির হারও। সম্প্রতি স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবরে, রাজ্যের ৬ জেলার পজিটিভিটি হারকে রীতিমত অ্যালার্মিং বলে উল্লেখ করেছে। । রাজ্যে এক লাফে দেড় হাজার বাড়ল সংক্রমণ। কলকাতার অবস্থা দেখে কার্যত আঁতকে উঠছেন চিকিৎসকরাই। রবিবার একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হলেন ৬ হাজার ১৫৩ জন। এই পরিস্থিতিতে জারি হয়েছে ফের বিধিনিষেধের বেড়াজাল। ফের রাজ্যে শুরু হচ্ছে নাইল কার্ফু। সোমবার রাত থেকেই শহরের ৩১ জায়গায় চলছে নাকা চেকিং। রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলবে চেকিং। ১৫ জানুয়ারি পর্যন্ত এই নাকা চেকিং চলবে বলে সূত্রের খবর।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ৪০৭ জন। শতাংশের হারে ৯৭.৭৭ শতাংশ। পজিটিভি রেটও বাড়ছে হু হু করে। গত ২৪ ঘণ্টায় এই রেট ১৫.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৮,৬৩৩।

পরিস্থিতি সামলাতে ফের নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য। সোমবার থেকে বন্ধ স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কি আদৌ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড বা উচ্চ শিক্ষা দফতর। বন্ধ থাকবে সুইমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন, চিড়িয়াখানা-সহ সব পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক।

এদিকে, ৩ জানুয়ারি থেকে মেট্রো ছাড়ার সময়ও বদলাচ্ছে। দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়, যা এতদিন রাত সাড়ে ৯টা ছিল। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে ছাড়বে রাত ৯টায়।

সবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিষেবা। কিন্তু আবারও ওমিক্রনের বাড়বাড়ন্তে নতুন করে বিধিনিষেধের পথে হাঁটতে বাধ্য হল রাজ্য। সংক্রমণের তৃতীয় ঢেউ নিয়ে আর গা ছাড়া মনোভাব দেখানোর কোনও জায়গা নেই, এমনটাই বলছেন স্বাস্থ্য় দফতরের অধিকর্তারা। স্বাস্থ্য দফতরের কর্তারা প্রতিদিনের তথ্য খতিয়ে দেখে অভ্যন্তরিণ বিশ্লেষণ করেছেন।

, দুই ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলাগুলিতে জেট গতিতে বাড়ছে সংক্রমণ। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর. ডায়মন্ডহারবার, হাওড়া ও হুগলিতে কোনও কোনও ব্লককে হটস্পট বলে চিহ্নিত করা হচ্ছে। এমনটাই জানা যাচ্ছে।

এক নজরে কলকাতার হটস্পট জোন ওয়ার্ড ৩১ ক্যানাল সার্কুলার রোড, সিআইটি স্কিম, কাঁকুড়গাছি

ওয়ার্ড ৬৩ এজেসি বোস রোড, বেলভেডিয়ার রোড, জেএল নেহেরু রোড, খিদিরপুর রোড, লর্ড সিনহা রোড, শেক্সপিয়র সরণি

ওয়ার্ড ৬৫ বেকবাগান, বন্ডেল রোড, তিলজলা, তপসিয়া,

ওয়ার্ড ৬৯ বালিগঞ্জ সার্কুলার রোড, বেকবাগান রোড, ডোভার রোড, শরৎ বোস রোড, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ

ওয়ার্ড ৭১

এজেসি বোস রোড, আশুতোষ মুখার্জি রোড, চৌরঙ্গি রোড, হরিশ মুখার্জি রোড

ওয়ার্ড ৭৪

আলিপুর রোজ, বেলভেডিয়ার রোড, চেতলাহাট রোড

ওয়ার্ড ৮১

টালিগঞ্জ রোড, চারুচন্দ্র অ্যাভিনিউ, দেশপ্রাণ শাসমল রোড

ওয়ার্ড ৯৪

প্রিন্স আনোয়ার শাহ রোড, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড, এনএসসি বোস রোড

ওয়ার্ড ১০৯

কালিকাপুর, অজয়নগর, মুকুন্দপুর