Covid 19: ঊর্ধ্বমুখী বাংলার করোনা আক্রান্তের সংখ্যা, কেমন আছে জেলাগুলি?
Covid 19: বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৬। মারা গিয়েছেন ৩ জন। একইসঙ্গে এদিন পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪.০৪ শতাংশ।
কলকাতা: বেশ কয়েকদিন নিম্নমুখী থাকার পর ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা আক্রান্তের সংখ্যা। এমনকী চলতি সপ্তাহে দুশোর নীচেও নেমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা। তবে বুধবার রাজ্যে করোনার (Coronavirus) দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৩। মৃত্যু হয়েছিল ৪ জনের। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৬। মারা গিয়েছেন ৩ জন। একইসঙ্গে এদিন পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৪.০৪ শতাংশ।
রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে –
কলকাতা – বৃহস্পতিবার আক্রান্ত ১০৭। বুধবার আক্রান্ত ১৩৫।
উত্তর ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ১০৮। বুধবার আক্রান্ত ৭৪।
দক্ষিণ ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ২৪। বুধবার আক্রান্ত ২০।
হাওড়া – বৃহস্পতিবার আক্রান্ত ১৬। বুধবার আক্রান্ত ১৫।
নদিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৯। বুধবার আক্রান্ত ৫।
পশ্চিম বর্ধমান – বৃহস্পতিবার আক্রান্ত ৩৩। বুধবার আক্রান্ত ২৯।
পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার আক্রান্ত ১৪। বুধবার আক্রান্ত ১৬।
দার্জিলিং- বৃহস্পতিবার আক্রান্ত ৩১। বুধবার আক্রান্ত ৫।
বীরভূম – বৃহস্পতিবার আক্রান্ত ১৯। বুধবার আক্রান্ত ১৬।
পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার আক্রান্ত ৬। বুধবার আক্রান্ত ৮।
পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৭। বুধবার আক্রান্ত ৬।
জলপাইগুড়ি – বৃহস্পতিবার আক্রান্ত ২। বুধবার আক্রান্ত ১০।
মুর্শিদাবাদ- বৃহস্পতিবার আক্রান্ত ২। বুধবার আক্রান্ত ২।
মালদহ – বৃহস্পতিবার আক্রান্ত ৭। বুধবার আক্রান্ত ১০।
উত্তর দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৭। বুধবার আক্রান্ত ৪।
আলিপুরদুয়ার – বৃহস্পতিবার আক্রান্ত ৫। বুধবার আক্রান্ত ১।
বাঁকুড়া – বৃহস্পতিবার আক্রান্ত ২। বুধবার আক্রান্ত ৫।
দক্ষিণ দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৫। বুধবার আক্রান্ত ০।
পুরুলিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৬। বুধবার আক্রান্ত ৬।
ঝাড়গ্রাম – বৃহস্পতিবার আক্রান্ত ৪। বুধবার আক্রান্ত ০।
কোচবিহার – বৃহস্পতিবার আক্রান্ত ২। বুধবার আক্রান্ত ০।
কালিম্পং – বৃহস্পতিবার আক্রান্ত ০। বুধবার আক্রান্ত ৪।
হুগলি – বৃহস্পতিবার আক্রান্ত ২০। বুধবার আক্রান্ত ২২।