সল্টলেকে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক ঘটনা! বেঘোরে মারা পড়ল ২৬-এর তরতাজা যুবক

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

সল্টলেকে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক ঘটনা! বেঘোরে মারা পড়ল ২৬-এর তরতাজা যুবক
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 11, 2021 | 8:46 PM

কলকাতা: হয়তো মর্মান্তিক বললেও কম হয়। রাস্তায় বিপজ্জনকভাবে পড়ে থাকা কেবলের তারে জড়িয়ে বেঘোরে মারা পড়ল বছর ২৬-এর এক তরতাজা যুবক। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি বুধবার বিকেলে ঘটেছে সল্টলেকের বৈখাশী আইল্যান্ডের কাছে। বাইক আরোহী দুর্ঘটনাগ্রস্ত ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শহরের রাস্তায় পড়ে থাকা কেবল তারে জড়িয়ে পথচারীর মৃত্যু আগেও ঘটেছে। কিন্তু সেই ঘটনা থেকে কোনও শিক্ষাই যে কার্যত নেওয়া হয়নি, আজকের ঘটনা যেন সেটা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সূত্রের খবর, শুভম ধর নামক ওই যুবক বুধবার বিকেলে সল্টলেকের বৈশাখী আইল্যান্ডের কাছে বাইক নিয়ে যাচ্ছিল। সেই সময় একটি জলের ট্যাঙ্কারও ছিল একই রাস্তায়। সেই জলের ট্যাঙ্কারকে ওভারটেক করতে গিয়েই বিপজ্জনকভাবে পড়ে থাকা ওই কেবল তারে জড়িয়ে যায় শুভম। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পরিবারের দাবি, সল্টেলেকের মতো অভিজাত এলাকাতেও কেবল তার অসংলগ্নভাবে রাস্তায় ছড়িয়ে থাকে। তার জেরেই মৃত্যু হয়েছে শুভমের। বিধাননগর পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনায় হস্তক্ষেপ করে তদন্তের কাজ শুরু করেছে। তবে আজকের ঘটনা একটা প্রশ্ন তুলে দিয়েছে। শহরের একাধিক এলাকায় যেভাবে বাতিস্তম্ভ থেকে তার ঝুলন্ত অবস্থায় থাকে, এবং এর ফলে যে মৃত্যু হচ্ছে, তার দায় কার? সংশ্লিষ্ট কেবল কর্তৃপক্ষের, নাকি পুরসভার? আপাতত এই সকল প্রশ্নের উত্তর অধরাই। আরও পড়ুন: একে একে বের করে আনা হয়েছে ১১ জনের দেহ, এখনও খোঁজ নেই ২৫-৩০ জনের