Harassment in Kolkata: মাঝ রাস্তায় কলেজ পড়ুয়াকে দেখে অভব্য আচারণ, মোবাইলে ছবি তোলার অভিযোগ

Crime news in Kolkata: বাগুইআটির ভিআইপি রোডের বাস স্ট্যান্ডে এক কলেজ ছাত্রী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এক যুবক ওই কলেজ ছাত্রীকে দেখে খারাপ অঙ্গভঙ্গি এবং অভব্য আচরণ করে বলে অভিযোগ তুলেছেন ওই পড়ুয়া। অভিযুক্ত যুবক তার মোবাইলে ছবি তোলার চেষ্টা করে।

Harassment in Kolkata: মাঝ রাস্তায় কলেজ পড়ুয়াকে দেখে অভব্য আচারণ, মোবাইলে ছবি তোলার অভিযোগ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 8:07 PM

কলকাতা: বাগুইআটিতে (Baguiati) এক কলেজ ছাত্রীকে খারাপ অঙ্গভঙ্গি করা ও অভব্য আচরণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মোবাইলে ছবি তোলারও অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে (Crime in Kolkata)। বাগুইআটির ভিআইপি রোডের বাস স্ট্যান্ডে এক কলেজ ছাত্রী দাঁড়িয়ে ছিলেন। সেই সময় এক যুবক ওই কলেজ ছাত্রীকে দেখে খারাপ অঙ্গভঙ্গি এবং অভব্য আচরণ করে বলে অভিযোগ তুলেছেন ওই পড়ুয়া। অভিযুক্ত যুবক তার মোবাইলে ছবি তোলার চেষ্টা করে। এর পরেই ওই কলেজ ছাত্রী অভিযুক্ত যুবকের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। সেই সময় অভিযুক্ত বেশ কিছু ভিডিয়ো ডিলিট করতে পারলেও, দেখা যায় মোবাইলের মধ্যে একটি স্টিল ছবি রয়ে গিয়েছে। এরপরে ওই কলেজ ছাত্রী চিৎকার করেন এবং আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরে বাগুইআটি থানায় (Baguiati Police Station) খবর দেওয়া হয় এবং পুলিশ এসে অভিযুক্ত ওই যুবককে আটক করে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগকারী কলেজ পড়ুয়ার বয়ান অনুযায়ী,”আমি সাবওয়ে পার করে এসেছিলাম। ওই যুবক অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছিল এবং দেখছিল। পরে আমি বিষয়টি বুঝতে পারি। বেশ কিছু অভব্য মন্তব্যও করেছে আমাকে দেখে। আমার ফটোও তুলেছিল সে। আমি সেটা বুঝতে পারতেই সে (রাস্তার) ওই পাড়ে চলে যায় আমাকে দেখে। আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে আটকাই। তারপর আমি ফোন কেড়ে নিয়ে দেখি, সত্যিই ফটো তুলেছে সে। ভিডিয়োও তুলেছিল, সেটা হাত থেকে কেড়ে নিয়ে ডিলিট করে দেয়। আমি গোটা বিষয়টা পুলিশকে জানিয়েছি”

যদিও অভিযুক্ত যুবক এই ধরনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। তার বক্তব্য, ভুল করে ওই ছবি উঠে গিয়েছে। তবে ঘটনার সময় উপস্থিত ব্যক্তিরা বলছেন, অভিযুক্ত যুবক পুলিশের হাত থেকে বাঁচতেই এই ধরনের কথা বলছিল। এদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবক ঠিক কী উদ্দেশে ওই জায়গায় ঘোরাফেরা করছিল এবং কেন ওই কলেজ পড়ুয়ার ছবি তুলেছিল, সেই সব দিক খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা