Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ, উঠল ‘হায় হায়’ রব

RG Kar Protest: রবিবার পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের মতো ফুটবল ক্লাবের সমর্থকরা। যুবভারতীর সামনে তুমুল বৃষ্টিতে ভিজে চলে বিক্ষোভ প্রদর্শন। অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে শ্যামবাজারের দিকে মিছিল করে যান টলিউডের তারকারা।

Sandip Ghosh: সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ, উঠল 'হায় হায়' রব
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 10:19 AM

কলকাতা: আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ। রবিবার তাঁর বেলেঘাটার বাড়ির সামনে বিক্ষোভ দেখান জনতা। তিলোত্তমাকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদে সরব গোটা দেশ। সুবিচারের দাবিতে জায়গায় জায়গায় প্রতিবাদ মিছিল সাধারণ মানুষের। রবিবারও সেই ছবি দেখা গিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়ির সামনেও প্রতিবাদ মিছিল করেন জনতা। এই প্রথম আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি অবধি গিয়ে পৌঁছল তিলোত্তমাকাণ্ডে প্রতিবাদের ঝড়।

রবিবার পথে নামেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের মতো ফুটবল ক্লাবের সমর্থকরা। যুবভারতীর সামনে তুমুল বৃষ্টিতে ভিজে চলে বিক্ষোভ প্রদর্শন। অন্যদিকে টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে শ্যামবাজারের দিকে মিছিল করে যান টলিউডের তারকারা।

এছাড়াও উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা থেকে মহেশতলা, গয়েশপুর, বিগার্ডেন রোড, সর্বত্রই ‘আমরা বিচার চাই’য়ের পোস্টার। বেলেঘাটাও তার ব্যতীক্রম নয়। এদিন সন্ধ্যায় মিছিল বেরোয় সেখানেও। একটি মিছিল গিয়ে পৌঁছয় সন্দীপ ঘোষের বাড়ির সামনে। একটাই স্লোগান ওঠে সেই মিছিল থেকে, ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা।

এদিন প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভকারীরা সন্দীপ ঘোষের বাড়ির সামনে ছিলেন। বাড়ির ভিতরে কেউ ছিলেন কি না তা স্পষ্ট নয়। তবে আলো জ্বলতে দেখা গিয়েছে ভিতরে। ইতিমধ্যেই সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আসতে শুরু করেছে। এই অভিযোগ কোনও চিকিৎসক, চিকিৎসক পড়ুয়া বা প্রাক্তনীর। সিবিআই একাধিকবার তলব করেছে তাঁকে। সিজিও কমপ্লেক্সে দীর্ঘ জিজ্ঞাসাবাদেরও মুখোমুখি হতে হয়েছে। নিরাপত্তা চেয়ে হাইকোর্টেও গিয়েছেন সন্দীপ ঘোষ। এই আবহে এবার তাঁর বাড়ির সামনে প্রতিবাদ মিছিল।