RG Kar: ‘লজ্জাজনক কাজ করেছে পুলিশ’, ইস্টবেঙ্গল-মোহনবাগানের মিছিল নিয়ে মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে

RG Kar Protest: মামলাকারীর দাবি, পুলিশ লজ্জাজনক কাজ করছে। মামলাটি গ্রহণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। একই সঙ্গে আজ আদালতের আইনজীবীরা কোন রাজনৈতিক দল ছাড়াই মিছিল করার আবেদন জানাল। সেটাও অনুমতি দেওয়া হয়।

RG Kar: 'লজ্জাজনক কাজ করেছে পুলিশ', ইস্টবেঙ্গল-মোহনবাগানের মিছিল নিয়ে মামলা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে
হাইকোর্টে নতুন মামলাImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 19, 2024 | 2:19 PM

কলকাতা: ডার্বি বাতিল হওয়ার পর তিলোত্তমার হয়ে বিচার চেয়ে সরব হন কলকাতার তিন ফুটবল ক্লাব। রবিবার একইসঙ্গে পথে নামেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকরা। সেই মিছিলে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। পুলিশের সেই আচরণের বিরুদ্ধে এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। আইনজীবী রিজু ঘোষাল মামলা করেন।

মামলায় বলা হয়েছে, দুই ক্লাবের সমর্থকরা শান্তিপূর্ণভাবে মিছিল করেন। সেখানে লাঠি চার্জ করা হয় ও ১০০ জনের বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়। এই ইস্যুতে হাইকোর্টকে স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণের আর্জি জানান আইনজীবী। পুলিশের আচরণের প্রতিবাদেই এই মামলা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মামলাকারীর দাবি, পুলিশ লজ্জাজনক কাজ করছে। মামলাটি গ্রহণ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। একই সঙ্গে আজ আদালতের আইনজীবীরা কোন রাজনৈতিক দল ছাড়াই মিছিল করার আবেদন জানাল। সেটাও অনুমতি দেওয়া হয়।

এছাড়া আরও একটি মামলা হয় সোমবার। অভিযোগ উঠেছে, ডার্বি ম্যাচের আন্দোলনে যোগ দিতে গিয়েছিলেন এক সমর্থক, তাঁকে সাঁতরাগাছি থেকে গ্রেফতার করা হয়। তারপর আর তাঁর খোঁজ পায়নি পরিবার। এমন অনেককেই পুলিশ আটক করে নিয়ে যায় ও আটকে রাখে বলে অভিযোগ। সোমবার প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির আর্জি জানান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দুপুর ১২টায় হয় মামলার শুনানি। রাজ্যের তরফে আইজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আটক ইস্টবেঙ্গল সমর্থককে ছেড়ে দেওয়া হবে।