Jadavpur Case: FIR এর আগেই ব্রাত্যর বয়ান রেকর্ড করেছে পুলিশ: সূত্র
Jadavpur Case: অচলাবস্থা কাটতে সোমবার ছাত্রদের সঙ্গে বৈঠকেও বসে যাদবপুর কর্তৃপক্ষ। একাধিক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠক শেষে যদিও ছাত্র প্রতিনিধিরা জানান, কর্তৃপক্ষের তরফে সদর্থক উত্তরই মিলেছে।

সুমন মহাপাত্র ও আব্দুল আজিজের রিপোর্ট
কলকাতা: আদালত বলেছিল আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগকে এফআইআর হিসাবে নিতে হবে। ২৪ ঘণ্টার মধ্য়েই অ্যাকশনে নেয়। যাদবপুরকাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামে দায়েরও হয়েছিল এফআইআর। সূত্রের খবর, এফআইআর দায়েরের আগেই এই কেসে ব্রাত্য বসুর বয়ান নিয়েছিল পুলিশ। ১ মার্চ দুপুরের পর ক্যাম্পাসের অন্দরে কী হয়েছিল তা পুলিশের কাছে জানিয়েওছেন ব্রাত্য।
প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে একের পর এক মামলা হয়েই চলেছে কলকাতা হাইকোর্টে। কোনওটা যাদবপুরে অচলাবস্থা কাটাতে মামলা, কোনওটা আবার পুলিশি হেনস্থার অভিযোগ তুলে ছাত্রদের পক্ষ থেকে করা মামলা। ইতিমধ্যেই যাদবপুরে তৃণমূলের শিক্ষা বন্ধু সেলে অগ্নিসংযোগের ঘটনায় যাদবপুরের এক ছাত্রকে গ্রেফতারও করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পাশাপাশি আরও একগুচ্ছ আন্দোলনকারী ছাত্রদের নামেও দায়ের হয়েছে অভিযোগ। সব মিলিয়ে সরগরম যাদবপুর ক্যাম্পাস।
এরইমধ্যে আবার অচলাবস্থা কাটতে সোমবার ছাত্রদের সঙ্গে বৈঠকেও বসে যাদবপুর কর্তৃপক্ষ। একাধিক বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। বৈঠক শেষে যদিও ছাত্র প্রতিনিধিরা জানান, কর্তৃপক্ষের তরফে সদর্থক উত্তরই মিলেছে। একইসঙ্গে দ্রুত ইসি বৈঠক ডাকার কথাও বলা হয়েছে ছাত্রদের তরফে। পাশাপাশি পুলিশি তদন্তে যেভাবে লাগাতার পড়ুয়াদের ডেকে পাঠানো হচ্ছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ছাত্র প্রতিনিধিরা। এ বিষয়ে যাতে কর্তৃপক্ষের তরফে আইনি সহায়তা দেওয়া হয় সেই দাবিও করা হয়েছে কর্তৃপক্ষের কাছে।





