Train Cancellation: রাধিকাপুর এক্সপ্রেসের দুর্ঘটনায় বাতিল বেশ কিছু ট্রেন, দেখে নিন তালিকা

বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে। তেমনই কয়েকটি ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে। তবে ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৮টা ৫৩ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে গিয়েছে মালদা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার।

Train Cancellation: রাধিকাপুর এক্সপ্রেসের দুর্ঘটনায় বাতিল বেশ কিছু ট্রেন, দেখে নিন তালিকা
দুর্ঘটনার কারণে বাতিল বেশ কিছু ট্রেনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 12:06 PM

কলকাতা: মুর্শিদাবাদের ফরাক্কার কাছে রেললাইন উপর দাঁড়িয়ে গিয়েছিল লরি। শেষ মুহূর্তে তা দেখতে পেয়ে জরুরি ব্রেকও কষেন ট্রেন চালক। কিন্তু তাতেও এড়ানো যায়নি সংঘর্ষ। এর জেরে দুর্ঘটনার কবলে পড়তে হয় আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসকে। এর জেরেই কাটোয়া-আজিমগঞ্জ-ফরাক্কা রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এর জেরে বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে। তেমনই কয়েকটি ট্রেনের যাত্রাপথের বদলও করা হয়েছে। তবে ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ইতিমধ্যেই ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৮টা ৫৩ মিনিট নাগাদ দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে গিয়েছে মালদা-আজিমগঞ্জ প্যাসেঞ্জার। তবে আপ লাইনে ট্রেন চলাচল পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন মালদা ডিভিশনের ডিআরএম।

ফারাক্কার আগে ধূলিয়ানগঙ্গা এবং বল্লালপুর স্টেশনের মধ্যে লরিতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়েছে রাধিকাপুর এক্সপ্রেস। এর জেরে ০৫৪৩৩ আজিমগঞ্জ-বারহারওয়া স্পেশ্যাল ট্রেন বাতিল হয়েছে। ১৩৪৬৬ মালদা টাউন- হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস আজিমগঞ্জ, কাটোয়া দিয়ে যাচ্ছে না। বদলে গুমানি-রামপুরহাট-বর্ধমান হয়ে হাওড়া আসবে। ১৩৪২১ আপ নবদ্বীপ ধাম- মালদা টাউন এক্সপ্রেসের রুটেরও বদল করা হয়েছে। আজিমগঞ্জ থেকে ট্রেনটিকে নলহাটি-রামপুরহাট-গুমানি হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

এই দুর্ঘটনা নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, “রবিবার রাত দেড়টা কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেখানে। যাঁরা রাধিকাপুরে যেতেন, তাঁদের বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বাকিদের অন্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। এর জেরে আমরা কিছু ট্রেন বাতিল করেছি। কিছু ট্রেনের রুট বদল করেছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”