COVID Cases in Kolkata: কলকাতা মেডিকেলে তিন দিনে আক্রান্ত প্রায় ৮০! সংক্রমণ বাড়ায় তড়িঘড়ি বন্ধ হচ্ছে ন্যাশনাল মেডিকেলের হস্টেল
Several frontline COVID warriors tested COVID 19 Positive: আক্রান্তদের মধ্যে রয়েছেন চার জন অ্যাসিন্টান্ট সুপার। সব মিলিয়ে প্রায় একশো ছুঁই ছুঁই কোভিড আক্রান্তের সংখ্যা। যদিও অধ্যক্ষ রঘুনাথ মিশ্রর দাবি, আক্রান্ত হয়েছেন মাত্র ১৪ জন।
কলকাতা: শহরে ক্রমেই ভয় ধরাচ্ছে করোনা। সংক্রমণ ছড়িয়ে পড়ছে রাজ্যের প্রথম সারির ‘করোনা যোদ্ধা’দের শরীরে। একের পর এক চিকিৎসকের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রের খবর, গত ৭২ ঘণ্টায় চিকিৎসক ও জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়া মিলিয়ে ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে রয়েছেন চার জন অ্যাসিন্টান্ট সুপার। সব মিলিয়ে প্রায় একশো ছুঁই ছুঁই কোভিড আক্রান্তের সংখ্যা। যদিও অধ্যক্ষ রঘুনাথ মিশ্রর দাবি, আক্রান্ত হয়েছেন মাত্র ১৪ জন।
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলের হস্টেল বন্ধ
এদিকে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের পর এবার করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজেও। ইতিমধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। করোনার ধাক্কা এবার এসে পড়েছে ন্যাশনাল মেডিকেল কলেজেও। আজকের মধ্যেই হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে করোনার দাপট অব্যাহত। সোমবার ২০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দু’শো জনের মধ্যে ৯৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সিএনএমসি’র ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মনবুর আলির সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ৯৬ জনের মধ্যে ইএনটি, শিশুরোগ বিভাগের প্রধানেরা ছাড়াও ২৫ জন চিকিৎসক রয়েছেন। সংক্রমণ ছড়িয়েছে চিকিৎসক পড়ুয়াদের ছাত্রাবাসেও। যার জেরে হস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন সিএনএমসি কর্তৃপক্ষ।
চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের সংক্রমণ
হস্টেলগুলি থেকে করোনার সংক্রমণ আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, এ ক্ষেত্রে এক জায়গা একসঙ্গে অনেকে থাকেন। তাই এক জন আক্রান্ত হলে, তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। যাঁরা হস্টেলে থাকেন, তাঁদের খাওয়া-দাওয়াও একসঙ্গেই হয়। সব দিক বিবেচনা করে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগে হস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এসএসকেএম হাসপাতালের ক্ষেত্রেও পরিস্থিতি যথেষ্ট খারাপ। গত ২৪ ঘণ্টায় ২৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তিন দিনে সেই সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, পুলিশ হাসপাতাল সব মিলিয়ে চিকিৎসক আক্রান্তের সংখ্যা যদি ১০০ ছাড়ায়, তাতেও অবাক হওয়ার নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক, যে তড়িঘড়ি বৈঠক করে আইসোলেশন পর্ব পাঁচ দিনে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। কার্ডিওলজি, সিটিভিএস, ইএনটি, স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহ একাধিক বিভাগের চিকিত্সকের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে।
আরও পড়ুন: Containment Zone: ইকবালপুরের বহুতলে কনটেনমেন্ট জ়োন, বাইরে পুলিশি প্রহরা, স্যানিটাইজ়েশন
আরও পড়ুন : West Bengal Municipal Election 2021: বাইশের ভোটের নিরাপত্তা নিয়ে বৈঠক ডাকল নির্বাচন কমিশন