Durga Puja in Kolkata: উত্তর নাকি দক্ষিণ? সাবেকিয়ানা নাকি থিম পুজো? সপ্তমীর সন্ধ্যায় চলছে জোর টক্কর

Durga Puja in Kolkata: এদিকে পুজোয় কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে তৎপর প্রশাসন। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কলকাতা পুলিশ। নবান্নের তরফে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে যে কোনও সমস্যার কথা জানাতে পারছেন সাধারণ মানুষ।

Durga Puja in Kolkata: উত্তর নাকি দক্ষিণ? সাবেকিয়ানা নাকি থিম পুজো? সপ্তমীর সন্ধ্যায় চলছে জোর টক্কর
পুজোয় রেকর্ড ভিড় কলকাতায়Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 8:00 PM

কলকাতা: নেই কোনও দুর্যোগের আশঙ্কা। পরিষ্কার আকাশ। আর তাতেই যেন পুজোর উন্মাদনা দ্বিগুণ হয়ে গিয়েছে। মহালয়া থেকেই রাস্তায় দেখা যাচ্ছে জনস্রোত। পঞ্চমী, ষষ্ঠীতে রেকর্ড ভিড় দেখা গিয়েছে কলকাতা মেট্রোয়। সপ্তাহের সন্ধ্যায় যেন ভিড়টা আরও কয়েকগুণ বেড়ে গেল। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু জন সমুদ্র। জমে উঠেছে উত্তর দক্ষিণের লড়াই। টালা প্রত্যয় থেকে একডালিয়া, সন্তোষপুর লেকপল্লী থেকে লেবুতলা পার্ক, সুরুচি সংঘ থেকে কুমোরটুলি, শ্রীভূমি, তিল ধারণের জায়গা নেই কোথাও। 

এদিকে পুজোয় কোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে তৎপর প্রশাসন। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে কলকাতা পুলিশ। নবান্নের তরফে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে যে কোনও সমস্যার কথা জানাতে পারছেন সাধারণ মানুষ। পাশাপাশি পঞ্চমী থেকে নবমী পর্যন্ত শহরে মোতায়েন রয়েছে ৮ হাজার পুলিশ কর্মী। একইসঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে রয়েছে ৬ হাজার পুলিশ কর্মী। ৫১টি ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি। 

এরইমধ্যে ষষ্ঠীর দিন কেবল মেট্রোতেই আট লক্ষ মানুষের ভিড় হয়েছিল। পঞ্চমীতে সংখ্যাটা ছিল ৭ লক্ষের বেশি। সপ্তমীতেও রাতভর চলবে মেট্রো। তাতেই ভিড়ের নয়া রেকর্ড তৈরি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। রাস্তায় যানজট, দীর্ঘ সময়ের অপেক্ষা, তবুও করোনা ফাঁড়া, প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তেইশের পুজোয় যেন নতুন উদ্যোমে মেতে উঠেছে বাঙালি।