TET 2022: কেমন কাটল পর্ষদের ‘অগ্নিপরীক্ষার’ টেট, দিনভরের খণ্ডচিত্র এক ঝলকে…

TET 2022: ২০১৭ সালের পর আবার টেট পরীক্ষা পাঁচ বছর পর। শুরু থেকেই টেট পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পর্ষদের কন্ট্রোল রুমে সকাল থেকে চলছিল নজরদারি।

| Edited By: | Updated on: Dec 11, 2022 | 8:04 PM
২০১৭ সালের পর আবার টেট পরীক্ষা পাঁচ বছর পর। শুরু থেকেই টেট পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পর্ষদের কন্ট্রোল রুমে সকাল থেকে চলছিল নজরদারি।

২০১৭ সালের পর আবার টেট পরীক্ষা পাঁচ বছর পর। শুরু থেকেই টেট পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছিল পর্ষদ। পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা। পর্ষদের কন্ট্রোল রুমে সকাল থেকে চলছিল নজরদারি।

1 / 11
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

2 / 11
দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা ছিল বেলা ১১টা পর্যন্ত। পরবর্তিত পরিস্থিতিতে পর্ষদের তরফে তা বাড়িয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুর ১২ টা থেকে পরীক্ষা শুরু। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময়সীমা ছিল বেলা ১১টা পর্যন্ত। পরবর্তিত পরিস্থিতিতে পর্ষদের তরফে তা বাড়িয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

3 / 11
অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া পরীক্ষাকেন্দ্রের ঠিকানা ভুল ছিল বলে অভিযোগ। ফলে অনেক পরীক্ষার্থীকেই হয়রানির শিকার হতে হয়। যদিও পর্ষদের তরফে আগেই তিন দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষাকেন্দ্রের সংশোধিত ঠিকানা জানানো হয়েছিল।

অনেক ক্ষেত্রেই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া পরীক্ষাকেন্দ্রের ঠিকানা ভুল ছিল বলে অভিযোগ। ফলে অনেক পরীক্ষার্থীকেই হয়রানির শিকার হতে হয়। যদিও পর্ষদের তরফে আগেই তিন দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষাকেন্দ্রের সংশোধিত ঠিকানা জানানো হয়েছিল।

4 / 11
এদিকে পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। পরে টিভি নাইন বাংলাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "একটি ভুয়ো প্রশ্ন ঘুরছিল, কার প্ররোচনায় জানি না। এটি প্রমাণিত হয়েছে, সম্পূর্ণ ভুয়ো প্রশ্ন।"

এদিকে পরীক্ষা শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছিল। পরে টিভি নাইন বাংলাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "একটি ভুয়ো প্রশ্ন ঘুরছিল, কার প্ররোচনায় জানি না। এটি প্রমাণিত হয়েছে, সম্পূর্ণ ভুয়ো প্রশ্ন।"

5 / 11
পরীক্ষার্থীদের ভেন্যুতে প্রবেশের জন্য সময়সীমা বাড়িয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও বাগবাজার মাল্টিপারপাস স্কুলের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি ক্যানসার আক্রান্ত পুনম কুমারী। অনেক কান্নাকাটি, অনুরোধের পরেও পরীক্ষায় বসার অনুমতি পেলেন না তিনি।

পরীক্ষার্থীদের ভেন্যুতে প্রবেশের জন্য সময়সীমা বাড়িয়ে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যেও বাগবাজার মাল্টিপারপাস স্কুলের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি ক্যানসার আক্রান্ত পুনম কুমারী। অনেক কান্নাকাটি, অনুরোধের পরেও পরীক্ষায় বসার অনুমতি পেলেন না তিনি।

6 / 11
টেট শুরুর পর পরীক্ষা কেমন হচ্ছে, তার তদারকিতে বেরিয়ে পড়েন পর্ষদ সভাপতি গৌতম পাল। পৌঁছে যান বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে। কেমন চলছে পরীক্ষা, পরীক্ষার্থীদের মোবাইল কোথায় রাখা হয়েছে, কোথায় ব্যাগ রাখা হয়েছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন তিনি।

টেট শুরুর পর পরীক্ষা কেমন হচ্ছে, তার তদারকিতে বেরিয়ে পড়েন পর্ষদ সভাপতি গৌতম পাল। পৌঁছে যান বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে। কেমন চলছে পরীক্ষা, পরীক্ষার্থীদের মোবাইল কোথায় রাখা হয়েছে, কোথায় ব্যাগ রাখা হয়েছে, সেই সব বিষয়ে খোঁজখবর নেন তিনি।

7 / 11
পরীক্ষা শেষের পর জেলায় জেলায় হাসিমুখে বেরোতে দেখা গেল টেট পরীক্ষার্থীদের। হাতে ওএমআর শিটের কপি নিয়ে দুই চোখে নতুন স্বপ্ন নিয়ে বেরোলেন তাঁরা।

পরীক্ষা শেষের পর জেলায় জেলায় হাসিমুখে বেরোতে দেখা গেল টেট পরীক্ষার্থীদের। হাতে ওএমআর শিটের কপি নিয়ে দুই চোখে নতুন স্বপ্ন নিয়ে বেরোলেন তাঁরা।

8 / 11
কিন্ত পরীক্ষা শেষের পরেও যোধপুর পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে বায়োমেট্রিক নিয়ে সমস্যা। পরীক্ষা শেষে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বায়োমেট্রিক না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের একাংশ। অসুস্থও হয়ে পড়েন এক পরীক্ষার্থী। পরে পর্ষদের থেকে একটি টিম পাঠিয়ে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়।

কিন্ত পরীক্ষা শেষের পরেও যোধপুর পার্কের তীর্থপতি ইনস্টিটিউশনে বায়োমেট্রিক নিয়ে সমস্যা। পরীক্ষা শেষে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বায়োমেট্রিক না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের একাংশ। অসুস্থও হয়ে পড়েন এক পরীক্ষার্থী। পরে পর্ষদের থেকে একটি টিম পাঠিয়ে বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়।

9 / 11
মুর্শিদাবাদের এক পরীক্ষার্থী জানান, তাঁর প্রশ্নপত্রে একটি প্রশ্নের অপশনে A,B,C,D-র বদলে A,A,C,C ছিল। পরে পর্ষদ সভাপতি বিষয়টি খোলসা করে জানিয়ে দেন, 'কিছু ভুল থাকলে বেনিফিট অব ডাউট পরীক্ষার্থীদের স্বার্থে হবে।'

মুর্শিদাবাদের এক পরীক্ষার্থী জানান, তাঁর প্রশ্নপত্রে একটি প্রশ্নের অপশনে A,B,C,D-র বদলে A,A,C,C ছিল। পরে পর্ষদ সভাপতি বিষয়টি খোলসা করে জানিয়ে দেন, 'কিছু ভুল থাকলে বেনিফিট অব ডাউট পরীক্ষার্থীদের স্বার্থে হবে।'

10 / 11
ছোটখাট কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও, বড়সড় কোনও বিঘ্ন এড়ানো সম্ভব হয় এবারের টেটে। আর তারপরই সন্ধেয় সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পালের দৃপ্ত ঘোষণা, 'আমার বলার জন্যই বিঘ্ন ঘটানোর সাহস পায়নি।' প্রসঙ্গত, শনিবার বিকেলেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোথাও কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেই যেন কড়া পদক্ষেপ করা হয়।

ছোটখাট কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও, বড়সড় কোনও বিঘ্ন এড়ানো সম্ভব হয় এবারের টেটে। আর তারপরই সন্ধেয় সাংবাদিক বৈঠক করে পর্ষদ সভাপতি গৌতম পালের দৃপ্ত ঘোষণা, 'আমার বলার জন্যই বিঘ্ন ঘটানোর সাহস পায়নি।' প্রসঙ্গত, শনিবার বিকেলেই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোথাও কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলেই যেন কড়া পদক্ষেপ করা হয়।

11 / 11
Follow Us: