Parliament Security Breach: ললিতের সঙ্গে কফি হাউজ়ে প্রথম দেখা, সামাজিক অবক্ষয় নিয়ে হত আলোচনা, কী বলছেন সৌরভ?

Lalit Jha: টিভি নাইন বাংলাকে সৌরভবাবু জানালেন, 'সামাজিক অবক্ষয়' নিয়ে দু'জনের মধ্যে কথাবার্তা চলত। আরও জানালেন, চলতি বছরের ১৪ মে তাঁদের প্রথম দেখা হয়েছিল কলকাতায় কফি হাউজ়ে। তবে সংসদে যে কাণ্ড ললিত ঘটিয়েছে, তার সঙ্গে সহমত নন সৌরভ।

Parliament Security Breach: ললিতের সঙ্গে কফি হাউজ়ে প্রথম দেখা, সামাজিক অবক্ষয় নিয়ে হত আলোচনা, কী বলছেন সৌরভ?
কী বলছেন ললিতের পরিচিত সৌরভ চক্রবর্তী?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 5:51 PM

কলকাতা: সংসদে ধোঁয়াকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ললিত ঝা। দিল্লি পুলিশ সন্দেহ করছে, এই ললিতই লোকসভায় তাণ্ডবের ‘মাস্টারমাইন্ড’। এই যুবকের সঙ্গে বঙ্গযোগের একাধিক তত্ত্বও উঠে এসেছে। বিহারে বাড়ি হলেও কলকাতায় দীর্ঘদিন ধরে থাকছিল সে। এবার এই ললিতের আরও এক পরিচিতের খোঁজ মিলল। সৌরভ চক্রবর্তী নামে ওই ব্যক্তির সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছিল ললিত। কখনও পথসভায়, কখনও কফি হাউজ়ে। সাংগঠনিক সূত্রেই পরিচয় দু’জনের। যদিও সংগঠনের কোনও রেজিস্টার্ড নামকরণ এখনও হয়নি। টিভি নাইন বাংলাকে সৌরভবাবু জানালেন, ‘সামাজিক অবক্ষয়’ নিয়ে দু’জনের মধ্যে কথাবার্তা চলত। আরও জানালেন, চলতি বছরের ১৪ মে তাঁদের প্রথম দেখা হয়েছিল কলকাতায় কফি হাউজ়ে। তবে সংসদে যে কাণ্ড ললিত ঘটিয়েছে, তার সঙ্গে সহমত নন সৌরভ।

সৌরভ চক্রবর্তীর বক্তব্য, “ললিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর অনুরাগী। আমিও তাই। সেই সূত্র ধরেই ললিতের সঙ্গে তাঁর প্রথম আলাপ হয়েছিল।” তবে সাম্যবাদী সুভাষ সভা বা এর সঙ্গে ললিতের যোগের বিষয়ে কোনও কিছুই জানা ছিল না সৌরভবাবুর। মূলত, সুভাষ চন্দ্রের আদর্শে অনুপ্রাণিত সৌরভবাবু চাইছিলেন, ‘সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে একসঙ্গে জনমত তৈরি করার।’

তবে ললিতের দিল্লিতে গিয়ে এমন কাণ্ড ঘটানোর বিষয় আগে থেকে কিছু টেরই পাননি তিনি। এই ধরনের তাণ্ডব মোটেই সমর্থন করছেন না সৌরভ চক্রবর্তী। বললেন, “এটায় আমি সবসময় আপত্তি জানাব। ভগৎ সিং যে সময়ে করেছিলেন, সেই সময় পরিবেশ আলাদা ছিল। এখনকার পরিবেশ আলাদা।” অর্থাৎ, সামাজিক অবক্ষয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও, সংসদ ভবনে এই তাণ্ডবে কোনওভাবেই তাঁর সমর্থন নেই।