Bangla News » Kolkata » Students Protest continues in Presidency university in demand of free vaccination and class
ফি-ভ্য়াকসিন ও ক্যাম্পাস খোলার দাবিতে রাতভর অবস্থান, বিক্ষোভ চলছে প্রেসিডেন্সিতে
TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত
Updated on: Sep 07, 2021 | 12:18 PM
সোমবার রাতভর ক্যাম্পাসের ভিতরে অবস্থান বিক্ষোভ জারি থাকে ছাত্রছাত্রীদের। এরপর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গণ জমায়েতেরও ডাক দেওয়া হয়।
Sep 07, 2021 | 12:18 PM
কলকাতা: ছাত্রছাত্রীদের বিনামূল্যে টিকাকরণ-সহ পুনরায় অফলাইন ক্লাস শুরু করার দাবিতে গত ৩ দিন ধরে লাগাতার বিক্ষোভ চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। গতকাল থেকে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু হয়। যা প্রায় ২৪ ঘণ্টা হতে চলল। সোমবার রাতভর ক্যাম্পাসের ভিতরে অবস্থান বিক্ষোভ জারি থাকে ছাত্রছাত্রীদের। এরপর মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গণ জমায়েতেরও ডাক দেওয়া হয়।
1 / 6
সূত্রে খবর, বিনামূল্যে ভ্যাকসিনেশনের পাশাপাশি নিয়মিত অফলাইন ক্লাসের মতো মোট ১০ দফা দাবি-দাওয়া রয়েছে প্রেসিডেন্সির পড়ুয়াদের। সেগুলি হল-- ১) ক্যাম্পাসের সমস্ত ছাত্র ছাত্রীদের বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করাতে হবে। ২) অবিলম্বে লাইব্রেরির কাজ পুনরায় শুরু করতে হবে। ৩) বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর ল্যাবরেটরি খুলে রেমেডিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব।
2 / 6
৪) স্টুডেন্টস সেকশনের স্বাভাবিক কাজকর্ম পুনরায় চালু করতে হবে। ৫) ২০২১ সালের পাস আউট ছাত্র ছাত্রীদের স্কলারশিপ, ভর্তি ইত্যাদির কারণে অবিলম্বে তাদের গ্রেড কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। ৬) অবিলম্বে রিভিউ এবং রি-এক্সামের ব্যবস্থা করতে হবে। ৭) ক্যাম্পাস খোলার বিষয়ে পর্যালোচনার জন্য ছাত্র সংসদ সহ বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেকহোল্ডারকে নিয়ে কমিটি গঠন করতে হবে।
3 / 6
৮) ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের দু'টি হস্টেল খুলতে হবে। ৯) করোনাকালে বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে সকল স্নাতক উত্তীর্ণদের স্নাতকোত্তরে ভর্তি নিশ্চিত করতে হবে। ১০) এ বছর ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা না নেওয়া হলেও আগামী বছরে প্রবেশিকা পরীক্ষা নিশ্চিত করতে হবে।
4 / 6
নিজস্ব চিত্র
5 / 6
বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের বক্তব্য, বাকি সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপও যখন শুরু হয়ে গিয়েছে, এমনকী বার-রেস্তোরাঁও যখন রমরমিয়ে চলছে, তখন শিক্ষা প্রতিষ্ঠানে তালা কেন? যতক্ষণ পর্যন্ত না বিশ্ববিদ্যালয় খুলে ক্লাস চালু করার দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে বলেই জানিয়ে রেখেছেন বিক্ষোভকারী পড়ুয়ারা।