Mamata-Suvendu: আলোচনা শুধুই ‘লোক দেখানো’! মমতার সঙ্গে বৈঠক এড়ালেন শুভেন্দু

Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকার বিষয়টি চিঠি দিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকাকেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Mamata-Suvendu: আলোচনা শুধুই 'লোক দেখানো'! মমতার সঙ্গে বৈঠক এড়ালেন শুভেন্দু
মমতা ও শুভেন্দু
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 12:41 PM

কলকাতা: রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) যাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছিল শুরু থেকেই। এবার সেই বৈঠক এড়ালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, বৈঠক শুধুই লোক দেখানো। তাঁর বক্তব্য, প্রার্থী আগে থেকেই ঠিক করা। এমনকী বিজ্ঞপ্তি দেওয়ার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ শুভেন্দুর। আর সেই সব কারণ দেখিয়েই বৈঠক এড়িয়ে গেলেন শুভেন্দু অধিকারী। টুইট করে নিজের অবস্থানের কথা ইতিমধ্যেই জানিয়েছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে না থাকার বিষয়টি চিঠি দিয়ে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব বি পি গোপালিকাকেও জানিয়ে দিয়েছেন তিনি।

রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগ ঘিরে আজ বিধানসভায় একটি বৈঠক ডাকা হয়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকার কথা ছিল। কিন্তু সেই বৈঠক শুরুর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দিয়ে জানান, বৈঠক সংক্রান্ত তথ্য বা ডকুমেন্টস আমন্ত্রণ পত্রের সঙ্গে দেওয়া হয়নি । একই সঙ্গে মুখ্য তথ্য কমিশনার নিয়োগ ঘিরে সর্বভারতীয় সংবাদপত্রে কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি। এই আপত্তির কথা জানিয়ে তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বৈঠকে থাকছেন না শুভেন্দু।

শুভেন্দু অধিকারী এই বৈঠক বাতিল করার দাবিও জানিয়েছেন। তবে যদি ওই বৈঠক শেষ পর্যন্ত হয়, তাহলে শুভেন্দু অধিকারীর মতামত যেন বৈঠকের সিদ্ধান্তের খাতায় লেখা হয় এবং তারপর যেন তা রাজ্যপালের কাছে পাঠানো হয়। সেই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।