Income Tax Raid: শহরে ফের আয়কর হানা, ট্যাংরার চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযান আয়কর কর্তাদের: সূত্র

IT Raid: জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ওই আবাসনের ভিতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা।

Income Tax Raid: শহরে ফের আয়কর হানা, ট্যাংরার চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযান আয়কর কর্তাদের: সূত্র
ট্যাংরায় আয়কর হানা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 15, 2023 | 1:38 PM

কলকাতা: শহর কলকাতায় ফের আয়কর হানা (Income Tax Raid)। এবার ট্যাংরায়। বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় (Tangra) এক অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনে পৌঁছান। সেখানে এক মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেন আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর দেশ-বিদেশের চিংড়ির ব্যবসা রয়েছে। জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এখনও ওই আবাসনের ভিতরেই রয়েছেন আয়কর আধিকারিকরা। প্রায় চার ঘণ্টা ধরে অভিযান চলছে আয়কর দফতরের। কী কারণে এই আয়কর হানা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আয়ের হিসেব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখছেন তাঁরা।

প্রসঙ্গত, এর আগেও সাম্প্রতিককালে রাজ্যে আয়কর আধিকারিকদের তৎপরতা দেখা গিয়েছে। কিছুদিন আগে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিড়ি কারখানায় অভিযান চালিয়েছিল আয়কর দফতর। তারপর পতাকা বিড়ির কারখানাতেও অভিযান চলেছে আয়করের। এবার পূর্ব কলকাতার ট্যাংরায় এক অভিযাত আবাসনে চিংড়ি ব্যবসায়ীর বাড়িতে সাতসকালে হাজির আয়কর দফতরের কর্তারা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। যদিও কী কারণে আয়কর দফতরের এই অভিযান, সেই বিষয়টি এখনও জানা যায়নি।

শুধু ট্যাংরাতেই নয়, এর পাশাপাশি রাজ্যের আরও একাধিক জায়গায় মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে  সকালে বহুতল ওই আবাসনের বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। আর এইসব নিয়ে কৌতুহল বেড়েছে আশপাশের বাসিন্দাদের মনেও। যদিও এই আয়কর হানা নিয়ে এখনও পর্যন্ত রাজনৈতিক দলগুলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাতসকালে আয়কর দফতরের এই অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।