HS: উচ্চমাধ্যমিকে ফিরছে পুরনো নিয়ম, জেনে নিন কোথায় আসছে বদল

West Bengal Council of Higher Secondary Education: করোনা পরিস্থিতিতে সিলেবাসে যে বদল আনা হয়েছিল, সেটা বদলে আবার পুরনো নিয়মে ফিরে যাচ্ছে সংসদ।

HS:  উচ্চমাধ্যমিকে ফিরছে পুরনো নিয়ম, জেনে নিন কোথায় আসছে বদল
স্কুলেই দিতে হবে পারে উচ্চমাধ্যমিক। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 3:52 PM

কলকাতা: পুরনো নিয়মেই ফিরতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। আর হোম সেন্টারে পরীক্ষা নয়। বাইরের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের। কোভিডকালে পরীক্ষা হয়েছিল হোম সেন্টারে। এবার কোভিড বিধিকে মান্যতা দিয়ে পরীক্ষা হলেও অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, এবার বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার্থীরা। তবে একইসঙ্গে বলা হয়েছে এখনও মানতে হবে কোভিড বিধি। সেক্ষেত্রে পরীক্ষাহলে ঢোকার সময় স্যানিটাইজ করে নিতে হবে হাত। শারীরিক দূরত্ববিধি মেনেই পরীক্ষাহলে বসবেন পরীক্ষার্থীরা। তবে কোনওভাবেই আর হোম সেন্টারে পরীক্ষা নয়। একইসঙ্গে মেয়েরা যে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে, তা কোনও গার্লস স্কুল হবে বলেই সিদ্ধান্ত নিয়েছে সংসদ।

সংসদের তরফে আগেই ঘোষণা করা হয়, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। শেষ হবে ২৭ মার্চ। অন্যদিকে একাদশ শ্রেণির বার্ষিক থিওরি পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে। প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ২০২৩ সালের ৩১ মার্চ থেকে ১৮ এপ্রিলের মধ্য়ে।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের সূচি।

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে ২০২৩ সালের ৩ মার্চ থেকে। নতুন সিলেবাসের উচ্চ মাধ্য়মিক পরীক্ষা হবে ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২৭ মার্চ অবধি। ২০২৩ সালের ১০ জুনের মধ্যে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা।

কোভিডকালে হোম সেন্টারে পরীক্ষা হওয়ার সিদ্ধান্তে নানা প্রশ্ন উঠেছিল। যেহেতু যে স্কুলে পড়ুয়া পড়াশোনা করে, সেই স্কুলেই পরীক্ষার সিট পড়েছিল, কতটা কড়াকড়িতে এই পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলে। চেনা শিক্ষক, চেনা ক্লাসঘর, চেনা ক্যাম্পাসে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা। তবে এবার আবারও নিয়মে বদল। অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীকে।