Independent Candidate: ‘নির্দল তো বহিরাগত নয়’! ফের মদন-বাণ… পাল্টা বললেন কুণালও

TMC: ১০৮টি পুরসভার ভোটে তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়।

Independent Candidate: 'নির্দল তো বহিরাগত নয়'! ফের মদন-বাণ... পাল্টা বললেন কুণালও
নির্দল নিয়ে মন্তব্য মদন মিত্রের। নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 04, 2022 | 9:50 PM

কলকাতা: গত কয়েকদিনে তৃণমূল নেতা মদন মিত্রের একাধিক বক্তব্যে দলের অন্দরে তৈরি হয়েছে বিতর্ক। নরমে-গরমে সে পরিস্থিতি সামাল দিয়েছে দল। পুরভোটের ফল প্রকাশের পর ফের একইভাবে দেখা গেল কামারহাটির বিধায়ককে। নির্দল নিয়ে এবার ‘ব্যক্তিগত মত’ প্রকাশ করলেন মদন। যে মত, দলের একেবারেই মনমত হয়নি। দলীয় মুখপাত্র কুণাল ঘোষ স্পষ্ট করেছেন সে বিষয়টি। শুক্রবার এক অনুষ্ঠানে গিয়ে মদন মিত্র বলেন, “নির্দলরা বহিরাগত নয়। আমি হাঁটলে বহু মানুষ হাঁটে। আমি কি ধাক্কা দিয়ে সরিয়ে দেব তাদের? কামারহাটির উন্নয়নে সবাই শামিল হবে, তাদের দল নেবে কি না তা দলের সিদ্ধান্ত।”

শুক্রবার কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে গিয়ে নির্দল প্রসঙ্গে মদন মিত্র বলেন, “আমি কখনও মানুষকে ধাক্কা দিয়ে ফেলতে পারি না। নির্দলরা তো বহিরাগত নয়।” এরই পাল্টা কুণাল ঘোষ বলেন, “মদন মিত্রের এ ধরনের কোনও বক্তব্য দল অনুমোদন করে না। মদনদা শারীরিকভাবে সম্ভবত একটু অসুস্থও ছিলেন। এই বিষয়গুলিতে দলের কী অবস্থান তা দল স্পষ্ট করে বলে দিয়েছে, ভবিষ্যতেও বলবে। আলাদাভাবে কিছু বলার অবকাশ নেই। মদন মিত্র যা বলেছেন তৃণমূল কংগ্রেস এই বক্তব্য অনুমোদন করছে না।”

১০৮টি পুরসভার ভোটে তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়। বহু পুরনো জনপ্রতিনিধির নাম তালিকা থেকে বাদ যাওয়ায় অনেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েওছেন। তবে প্রথম থেকেই এই নির্দলদের নিয়ে কড়া অবস্থান ছিল তৃণমূলের। দলের মহাসচিব ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন এই নির্দলদের প্রার্থী পদ প্রত্যাহার করার জন্য। কয়েকজন এই হুঁশিয়ারির পর সরে দাঁড়ান ভোটের ময়দান থেকে। অনেকে আবার জোর করে ভোটে লড়েন। এরপরই বহু জেলা থেকে নির্দল প্রার্থীদের বহিষ্কার করে তৃণমূল।

প্রথম থেকেই তৃণমূলের কাঁটা হয়েছিল এই নির্দল প্রার্থীরা। ভোটের ফলেও একাধিক জায়গায় নির্দলদের জয় লক্ষ্য করা গিয়েছে। অনেকেই জয়ের পর সংবাদমাধ্যমের সামনে বলেন, তাঁরা আসলে তৃণমূলেরই সৈনিক। দলের হয়েই কাজ করতে চান। তবে নির্দলদের ঘরে ফেরানো হবে না বলেই এখনও অবধি তৃণমূলের সিদ্ধান্ত। এ প্রসঙ্গে বুধবার ভোটের ফল প্রকাশের দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “নির্দল নিয়ে আমি আলোচনা করব না। এটা রাজ্য কমিটির বিষয়। দল সিদ্ধান্ত নেবে। এটা কিছু এলাকায় হয়েছে। কিছু মানুষ করেছে। খুব বেশি নয়। আপনারা ফল দেখেছেন। খুবই ছোট ব্যাপার, রাজ্য কমিটিই এটা দেখবে।”

আরও পড়ুন: BJP Meeting: হাল ফেরাতে সকলকে বাঁধতে হবে এক সুরে! শনিবারই বঙ্গ বিজেপির ‘বিশেষ’ বৈঠক

আরও পড়ুন: Anis Khan Death: ফের জামিনের আবেদন খারিজ বামনেত্রী মীনাক্ষীর, আপাতত জেল হেফাজতেই ১৬ জন

আরও পড়ুন: School Teacher Chaos: ক্লাসরুম ভাসছে রক্তে, পড়ে রয়েছেন মাস্টারমশাই… ফের স্কুলের ভিতর দুই শিক্ষকের ঝামেলা