Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট, কলকাতায় অবতরণের সময়ই সমস্যা
CM Mamata Banerjee: বিমানবন্দর সূত্রে খবর, বেলা ৩টে ১০ নাগাদ যখন বিমানটি অবতরণের চেষ্টা করছিল তখন ঘটনাটি ঘটে।
কলকাতা: মুখ্যমন্ত্রীর বিমানে বিভ্রাট। বারাণসী থেকে ফেরার পথে বিভ্রাট ঘটে। হঠাৎই উচ্চতা কমে যায় বিমানের। অর্থাৎ যে উচ্চতায় বিমান ওড়ার কথা তা থেকে খানিকটা নেমে আসে। মাঝ আকাশে কেঁপে ওঠে বিমান। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পাইলট। রাজ্য সরকারের ভাড়া করা বিমানে সফর করছিলেন মুখ্যমন্ত্রী। ঘটনায় তদন্তের নির্দেশ রাজ্য সরকারের। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, ‘রুট ক্লিয়ারেন্সের’ কোনও সমস্যা ছিল? নাকি আবহাওয়ার কোনও পরিবর্তনে এই ঘটনা! সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।
এদিন বেলা ৩টে বেজে ২৩ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরেন। বিমানবন্দর সূত্রে খবর, বেলা ৩টে ১০ নাগাদ যখন বিমানটি অবতরণের চেষ্টা করছিল তখন ঘটনাটি ঘটে। এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে রাজ্যের ভাড়া করা বিমানটিতে কিছুক্ষণ প্রবল ঝাঁকুনি হয়। তারপরই পাইলট সেটিকে টার্বুলেন্স থেকে বের করে নিয়ে আসে।
উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন চলছে। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে সে রাজ্যে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার বাংলায় ১০৮ পুরসভা ভোটের ফল প্রকাশের দিনই উত্তর প্রদেশে যান তিনি। এবার গিয়েছিলেন বারাণসীতে প্রচারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভোট শুরুর আগেই অখিলেশ যাদবের হয়ে প্রচারে লখনউ গিয়েছিলেন তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সপা প্রধান অখিলেশ যাদব ও মমতা ভার্চুয়ালি যৌথ সভা করেছিলেন সেখানে।
বারাণসীতে তিনদিনের সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবারই উত্তর প্রদেশ পৌঁছে বারণসীর গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন মমতা। সেখানে গিয়ে গঙ্গাপারের সিঁড়িতে বসে সন্ধ্যা আরতির ধ্বনির সঙ্গে তাঁকে তাল মেলাতেও দেখা গিয়েছে। মমতা একদম পাশেই বসেছিলেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশের অত্যন্ত আস্থাভাজন কিরণময় নন্দকেও মমতার পাশে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: BJP Meeting: হাল ফেরাতে সকলকে বাঁধতে হবে এক সুরে! শনিবারই বঙ্গ বিজেপির ‘বিশেষ’ বৈঠক
আরও পড়ুন: Anis Khan Death: ফের জামিনের আবেদন খারিজ বামনেত্রী মীনাক্ষীর, আপাতত জেল হেফাজতেই ১৬ জন