LPG Cylinder Price: কেন্দ্রীয় সরকার ‘মুনাফাখোর’, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তুলোধনা সুখেন্দুর
LPG Price in Kolkata: সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, "বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভূটান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলিতে পেট্রোল ডিজেলের দাম আমাদের থেকে অনেক কম। তারা পারে, অথচ আমরা পারছি না... কেন? কারণ, এখান থেকে মুনাফা লুঠ করা হচ্ছে।"
![LPG Cylinder Price: কেন্দ্রীয় সরকার 'মুনাফাখোর', রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তুলোধনা সুখেন্দুর LPG Cylinder Price: কেন্দ্রীয় সরকার 'মুনাফাখোর', রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রকে তুলোধনা সুখেন্দুর](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/05/LPG-Cylinder.jpg?w=1280)
কলকাতা : ফের বেড়েছে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price)। হেঁশেলে ঢুকলেই ছ্যাকা লাগার জোগাড়। হাজার টাকা পেরিয়েছে সিলিন্ডার পিছু গ্যাসের দাম। আর এই নিয়েই এবার কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় (TMC MP Sukhendu Sekhar Roy)। কেন্দ্রীয় সরকারকে ‘মুনাফাখোর’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, পাকিস্তান… সবাই পেট্রো পণ্যের দাম কমাতে পারছে, কিন্তু ভারতে দাম কমছে না। সুখেন্দুর দাবি, ৪৫ দিনের মধ্যে ১০০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের।
শনিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে সুখেন্দু শেখর রায় বলেন, “৪৫ দিনের মধ্যে ৫০ টাকা করে দুই বার দাম বাড়ানোর ফলে, মোট ১০০ টাকা বাড়ানো হল। গত এক বছরে এইভাবে ২০০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। এই সরকার শুধুমাত্র একের পর এক জনবিরোধী পদক্ষেপ করছে, তাই নয় এই সরকার সমস্ত ক্ষেত্রে তেলা মাথায় তেল দিচ্ছে। ধনীদের হয়ে কাজ করছে।” সাংসদের আরও সংযোজন, “বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভূটান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলিতে পেট্রোল ডিজেলের দাম আমাদের থেকে অনেক কম। তারা পারে, অথচ আমরা পারছি না… কেন? কারণ, এখান থেকে মুনাফা লুঠ করা হচ্ছে। সরকার তেলের দাম বাড়িয়ে মুনাফা লুঠছে। এমন মুনাফাখোর সরকার ইতিপূর্বে ভারতে কখনও আসেনি।”
মার্চ মাসেই রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। আর তারপর শনিবার ফের এক দফা বাড়ল রান্নার গ্যাসের দাম। ২২ মার্চ রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বাড়িয়ে করা হয়েছিল ৯৭৬ টাকা। তারপর শনিবার আবার এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছে ১৪.২ কেজির ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। ফলে এখন কলকাতায় ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১০২৬ টাকা। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে এবার কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
শুধু সুখেন্দু শেখর রায়ই নন, তৃণমূলের অপর সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও তোপ দেগেছেন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে। স্মৃতি ইরানির ২০১১ সালের একটি টুইটের স্ক্রিনশট তুলে ধরেছেন তিনি। ২০১১ সালের ওই টুইটে কেন্দ্রীয় ক্ষমতাসীন ইউপিএ সরকারকে রান্নার গ্যাসের দাম বাড়ানোকে কেন্দ্র করে খোঁচা দিয়েছিলেন স্মৃতি ইরানি। সেই টুইটটিই এবার নিজের টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন তৃণমূল সাংসদ।
![বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি? বছরে ১.৬০ লক্ষ টন, জানেন কোন দেশে ভারতীয় গরুর মাংসের চাহিদা সবচেয়ে বেশি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Beef.jpg?w=670&ar=16:9)
![ফোনের একটি সেটিংস, নিমেষে দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেটের স্পিদ ফোনের একটি সেটিংস, নিমেষে দ্বিগুণ হয়ে যাবে ইন্টারনেটের স্পিদ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Mobile-Phones.jpg?w=670&ar=16:9)
![রাষ্ট্রপতি ভবন নির্মাণে কত কোটি টাকা খরচ হয়েছিল জানেন? রাষ্ট্রপতি ভবন নির্মাণে কত কোটি টাকা খরচ হয়েছিল জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Raisina-Hills.jpg?w=670&ar=16:9)
![ডিম আমিষ না নিরামিষ? সত্যি জানলে চমকে যাবেন ডিম আমিষ না নিরামিষ? সত্যি জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Eggs-1.jpg?w=670&ar=16:9)
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)