BJP in West Bengal: রাজ্য বিজেপির দুই নেত্রীর মধ্যে চরমে কোন্দল, নালিশ ঠুকতে সুকান্ত-অমিতাভ শরণ

BJP : মহিলা মোর্চার সভানেত্রী তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে মিথ্যা প্রচার চালানো এবং সম্মানহানির অভিযোগ তুলেছেন সংগঠনের সাধারণ সম্পাদিকা অদিতি মৈত্র ।

BJP in West Bengal: রাজ্য বিজেপির দুই নেত্রীর মধ্যে চরমে কোন্দল, নালিশ ঠুকতে সুকান্ত-অমিতাভ শরণ
বিজেপি মহিলা মোর্চার অন্দরেও কোন্দল?
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2022 | 7:06 PM

 অ ঞ্জ ন রা য়

বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন মহিলা মোর্চারই রাজ্য সাধারণ সম্পাদিকা অদিতি মৈত্র। তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাঁর ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে মিথ্যা প্রচার চালানো এবং সম্মানহানির অভিযোগ তুলেছেন তিনি। এমনকী মহিলা মোর্চার অফিসিয়াল হোয়াটসঅ্যাপে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর কাছে ই-মেইল মারফত অভিযোগ জানিয়েছেন তিনি। স্পষ্ট করে দিয়েছেন এভাবে আর কাজ করা অসম্ভব। তনুজা চক্রবর্তীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও পরিকল্পনার কথা বলেছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানালেন তিনি। প্রথম অভিযোগ জানিয়েছিলেন ১৯ এপ্রিল। এরপর ১১ জুন ফের একবার অভিযোগ জানান।

১৯ এপ্রিল তিনি যে অভিযোগ জানিয়েছিলেন, সেখানে উল্লেখ করেছিলেন, মহিলা মোর্চার ঘরে ছিটকিনি দিয়ে বন্ধ করে তাঁর উপর অসহনীয় মানসিক অত্যাচার করা হয়েছে। সাদা কাগজ পদত্যাগপত্র লিখতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। সাধারণ সম্পাদিকাকে তাঁর কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। আর এই সব কিছু তনুজা চক্রবর্তীর অঙ্গুলিহেলনেই হচ্ছে বলে ওই মেইলে জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে অদিতি মৈত্রর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি। তবে কিছু ক্ষেত্রে যে তাঁর কাজের সমস্যা হচ্ছে, সে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানোর বিষয়টিও স্বীকার করেছেন অদিতি মৈত্র। তবে চিঠিতে কী লেখা রয়েছে, সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

তবে রাজ্য বিজেপির মহিলা মোর্চার দুই নেত্রীর এই চাপানউতোর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যাঁর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠেছে, সেই তনুজা চক্রবর্তীর সঙ্গেও ফোনে যোগাযোগ করা হয়েছিল TV9 বাংলার তরফে। তিনিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য, এমন কোনও অভিযোগের কথা তিনি জানেন না। সুকান্ত মজুমদারের কাছে যদি অভিযোগ গিয়ে থাকে, তাহলে তিনি (সুকান্ত মজুমদার) বিষয়টি বিবেচনা করবেন।