Crime in Kolkata: মাথায় লোহার রড দিয়ে আঘাত, ভরদুপুরে ৬ লাখ টাকা নিয়ে চম্পট খাস কলকাতায়

Kolkata Police: খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউ বাজার থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। ঘটনাস্থলে থাকা আঘাতে ব্যবহৃত লোহার রড সংগ্রহ করেন পুলিশকর্মীরা। এর পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

Crime in Kolkata: মাথায় লোহার রড দিয়ে আঘাত, ভরদুপুরে ৬ লাখ টাকা নিয়ে চম্পট খাস কলকাতায়
সিসিটিভি ফুটেজ
Follow Us:
| Edited By: | Updated on: May 02, 2022 | 11:25 PM

কলকাতা : সোমবার ভরদুপুরে ছিনতাই। এক ব্যক্তির মাথায় লোহার রড দিয়ে আঘাত করে প্রথমে তাঁকে ঘায়েল করা হয়। তারপর ওই ব্যক্তির থেকে কয়েক লক্ষ্য টাকা হাতিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বউ বাজার থানা এলাকার ৩৪ নম্বর কলুটোলা স্ট্রিটে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে। ঘড়ির কাটায় তখন দুপুর প্রায় আড়াইটে। ওই সময় জিতেন্দ্র গুপ্তা নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তি একটি দোকান থেকে পাওনা টাকা আনতে গিয়েছিলেন। তিনি দোকান থেকে ২ লাখ ৬০ হাজার নিয়ে বেরোতেই তাঁর উপর চড়াও হয় দুই দুষ্কৃতী।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ জিতেন্দ্র গুপ্তা নামে ওই ব্যক্তি এক দোকান থেকে ২ লক্ষ ৬০ হাজার পাওনা টাকা নিয়ে বেরোনোর সময় একটি গলির মুখে তাঁর মাথায় লোহার রড দিয়ে আচমকাই আঘাত করে দুই দুষ্কৃতী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই দোকান থেকে ২ লাখ ৬০ হাজার টাকা সহ জিতেন্দ্রর কাছে আরও কয়েক লাখ টাকা ছিল। দুষ্কৃতীরা সব মিলিয়ে মোট আনুমানিক প্রায় 6 লাখ টাকা হাতিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনায় রক্তাক্ত অবস্থায় জিতেন্দ্র গুপ্তা লুটিয়ে পড়লে, স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বউ বাজার থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা। ঘটনাস্থলে থাকা আঘাতে ব্যবহৃত লোহার রড সংগ্রহ করেন পুলিশকর্মীরা। এর পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর পাশাপাশি ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে ওই দুই দুষ্কৃতী ছুটে পালাচ্ছে এলাকা থেকে। ওই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই দুই দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে বউ বাজার থানার পুলিশ।

আরও পড়ুন : Soumitra-Sujata: বাঁকুড়ায় গেলে হুমকির অভিযোগ, সুজাতার আবেদনে ডিভোর্সের মামলা বাঁকুড়া থেকে সরাল হাইকোর্ট