Summer Vacation: প্রথমবার গরম পড়েছে নাকি? স্কুল বন্ধ নিয়ে খোঁচা দিলীপের
School: প্রয়োজনে সকালে স্কুল হোক চায় শিক্ষক সংগঠন।
কলকাতা: দেড় মাসের কাছাকাছি গরমের ছুটি কেন? এই প্রশ্ন তুলে সোমবারই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। তারা একটি জনস্বার্থ মামলা দায়ের করেছে। গরমের ছুটি কমানোর আর্জি জানিয়েছে তারা। এই মামলা প্রসঙ্গে ফের রাজ্য সরকারকে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, রাজ্য সরকার ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছে। এত টাকা খরচ করে স্কুলের ভবন তৈরি করেছে। অথচ সেখানে ছেলেমেয়েরাই যাচ্ছে না। সবাইকে ঘরে রেখে দেওয়া হচ্ছে। এইভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়ছে বলেই মত দিলীপ ঘোষের।
মঙ্গলবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “দু’বছর পর স্কুল খুলেছে। সবেমাত্র পড়ুয়ারা স্কুলে যেতে শুরু করেছিল। বাবা মায়েরা চিন্তায় ছিলেন, বাচ্চাদের অভ্যাস বদলে যাচ্ছে বলে। এরইমধ্যে আবার গরমের ছুটি এতদিন।” তাঁর কথায়, এই প্রথম গরম পড়েছে এমনটা তো নয়।
দিলীপ ঘোষ বলেন, “রোদ নতুন হচ্ছে না। গরমও আগে পড়েছে। দু’ একজন হয়ত বলেছেন আর সঙ্গে সঙ্গে সব স্কুল ছুটি দিয়ে দিল। ভাবলও না ছাত্রদের কথা। তারা স্কুলে গিয়ে পড়বে বলে এত খরচ করে ভবন তৈরি হয়েছে। সেটা যদি ব্যবহার না হয় তবে আর কী হবে। নিজের মতো করে, রাজনীতির চিন্তা করে কেউ সিদ্ধান্ত নিলে তো ছেলেমেয়েদের ভবিষ্যৎটা খেলনা হয়ে যাবে।”
বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা বলেন, “রাজ্যের এই সিদ্ধান্ত আবারও ভেবে দেখা দরকার। ছুটি কমিয়ে সকালে স্কুল হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী পর্যালোচনা বৈঠক করে জানিয়েছিলেন। সেটাই হোক চাই।” অন্যদিকে শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডলের কথায়, “এই ছুটি প্রত্যাহার করে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ ৯ মে থেকে স্কুল খোলার ব্যবস্থা করুক।” শিক্ষক সংগঠনের নেতা কিঙ্কর অধিকারীর বক্তব্য, “সিদ্ধান্তটা বাস্তব জায়গা থেকে নিতে হবে। সেটা হচ্ছে না। কারও মতামত না নিয়েই এইসব করা হচ্ছে।”
আরও পড়ুন: Murshidabad Murder: দুপুরে রুমমেটদের বলেছিলেন শপিং মলে যাচ্ছেন, মেসের সামনেই গুলির পর কোপ ছাত্রীকে
আরও পড়ুন: স্লিভলেস নীল টপ ভাসছে রক্তে, মেসের সামনে পড়ে রয়েছেন তরুণী… ভরসন্ধ্যায় কলেজ ছাত্রীকে কুপিয়ে ‘খুন’