Durga Puja: মমতার সরকারের পুরস্কার পাওয়া এই মণ্ডপে ঠাকুর দেখলেন ধর্মেন্দ্র প্রধান
Durga Puja: সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে শহর ও শহরতলির মোট ১৩টি পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে টালা বারোয়ারি অন্যতম। শতাব্দী প্রাচীন এই পুজো। এ বছর টালা বারোয়ারির দুর্গাপুজো ১০৩ বছরে পা রাখল। আজ টালা বারোয়ারির সুন্দরভাবে সাজানো পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
কলকাতা: পঞ্চমীর বিকেলই ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ (Biswa Bangla Sharad Samman) প্রাপকদের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। বিভিন্ন ক্যাটেগরিতে শহর ও শহরতলির বাছাই করা ১০৪টি পুজো কমিটিকে এই স্বীকৃতি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। তালিকায় সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে সরকারি পুরস্কার জিতে নিয়েছে টালা বারোয়ারির (Tala Baroari) পুজোর কমিটি। তালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সেই টালা বারোয়ারিতে দেখা মিলল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan)। ষষ্ঠীতে বেলা ১২টা নাগাদ টালা বারোয়ারিতে ঠাকুর দেখতে পৌঁছে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপি নেতারাও।
উল্লেখ্য, সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে শহর ও শহরতলির মোট ১৩টি পুজোকে বিশ্ব বাংলা শারদ সম্মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে টালা বারোয়ারি অন্যতম। শতাব্দী প্রাচীন এই পুজো। এ বছর টালা বারোয়ারির দুর্গাপুজো ১০৩ বছরে পা রাখল। আজ টালা বারোয়ারির সুন্দরভাবে সাজানো পুজো মণ্ডপ ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মণ্ডপসজ্জা দেখে মুগ্ধ তিনি। মণ্ডপ ঘুরে দেখতে দেখতে নিজের মোবাইলে বেশ কিছু ছবিও ফ্রেমবন্দি করে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী। বললেন, “আমি ওড়িশার লোক। কিন্তু বাংলার দুর্গাপুজোর প্রতি আগ্রহ অনেক বছর থেকে। তাই এ বছরে এলাম কলকাতার পুজো দেখতে। আজ সারাদিন ঘুরে দেখব।”
টালা বারোয়ারির পুজো কলকাতার অন্যতম নামী একটি দুর্গাপুজো। অনেক দর্শনার্থীর ভিড় হয় এখানকার পুজো মণ্ডপ দেখতে। ভিড় টানার নিরিখে কলকাতার অন্যান্য বড় পুজোগুলির সঙ্গে টেক্কা দেয় এই পুজো। এবার কলকাতার শতাব্দীপ্রাচীন এই পুজো ঘুরে দেখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।