Cyclone Biparjoy: আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়

Weather Update: ফলে আপাতত সেদ্ধ হওয়াই নিয়তি বাংলার। অন্তত ১০ জুন পর্যন্ত রাজ্যের ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই ভ্যাপসা গরম আর ঘর্মাক্ত পরিবেশ।

Cyclone Biparjoy: আরব সাগরের গর্ভে জন্ম নিয়েছে ‘বিপর্যয়’, দানবের আকার নেবে আগামী ২৪ ঘণ্টায়
কোথায় প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 06, 2023 | 11:59 AM

কলকাতা: ভ্যাপসা গরম, ঘর্মাক্ত পরিবেশ, রাস্তায় বেরলেই স্নান করে ফেলছেন সবাই। আর পারা যাচ্ছে না। কবে মুক্তি? বৃষ্টি কবে? এটাই তো আপনার মনের প্রশ্ন? শুধু আপনার নয়, আমাদের সকলেরই। তবে আলিপুর আবহাওয়া দফতর কোনও আশার খবর শোনাতে পারেনি। বরং বাড়ছে উদ্বেগ। বাংলায় বর্ষা নিয়ে উদ্বেগ বাড়িয়ে আরব সাগরে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর ইঙ্গিত। সোমবারই নিম্নচাপ সৃষ্টি হয়েছিল আরব সাগরে। মঙ্গলে সেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা। নাম  ‘বিপর্যয়’ (Cyclone Biparjoy)।

‘বিপর্যয়’ নামটি বাংলাদেশের দেওয়া। কোথায় ল্যান্ডফল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু আশঙ্কা কোথায়? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আরব সাগরেই বন্দি থাকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে বাংলায় বর্ষার পৌঁছতে দেরি হওয়ার আশঙ্কা। এবার এখনও পর্যন্ত কেরলেই পৌঁছয়নি। সেই পরিস্থিতি অনুকূল হতে আরও অন্তত ১-২ দিন লেগে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

ফলে আপাতত সেদ্ধ হওয়াই নিয়তি বাংলার। অন্তত ১০ জুন পর্যন্ত রাজ্যের ১৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, ৯ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই ভ্যাপসা গরম আর ঘর্মাক্ত পরিবেশ। রাস্তায় বেরলো ঘামে স্নান আমাদের করতেই হবে। উপকূলবর্তী এলাকা থেকে উত্তর-দক্ষিণ দিনাজপুর পর্যন্ত একই পরিস্থিতি বজায় থাকবে। এই পরিস্থিতির পরিবর্তনের এখনও কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সোমবার বর্ধমান, বীরভূম, পুরুলিয়াতে তাপ প্রবাহ চলবে। বাকি জেলাতেও অস্বস্তি বজায় থাকবে।