মরশুমের শুরু থেকে গোটা রাজ্যে ভালই ছিল শীতের (Winter) আমেজ। অক্টোবরের শেষ লগ্ন থেকেই ঠান্ডার আমেজ পেতে শুরু করেছিল বঙ্গবাসী। কিন্তু, ডিসেম্বর পড়তেই ঘুরতে থাকে খেলা। বড়দিনের আগে থেকে ধীরে ধীরে উধাও হয়েছিল শীতের আমেজ।
শীতের বড়দিনে গরমের দাপটে মন খারাপ হয়েছিল শীতপ্রেমীদের। ডিসেম্বরের ২৭ তারিখেও তাপমাত্রার পারা রইল ঊর্ধ্বমুখী। হাওয়া অফিস বলছে আজই এই শীতে সবচেয়ে গরম দিন। গত ৫০ বছরে ডিসেম্বর মাসে এই গরম পড়েনি যা আজকের দিনে পড়েছে।
সূত্রের খবর, ১৯৬৯ সালের পরে ২০২২ সালের ২৭ ডিসেম্বর ফের এই গরমের বাড়বাড়ন্ত দেখা গেল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও উঠে যায় ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে। বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় থাকার জন্যই দক্ষিণ-পশ্চিমের উষ্ণ বাতাস প্রবেশ করছিল রাজ্যে। সে কারণেই তাপমাত্রার এই বাড়বাড়ন্ত বলে মনে করা হচ্ছে।
তবে শীতপ্রেমীদের মন খারাপ দূর করতে সুখবরও শুনিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে উত্তর-পশ্চিমে শীতল হওয়ার প্রভাব বাড়বে বলে জানা যাচ্ছে। যার জেরে আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি কমে যাবে শহর কলকাতা ও পাশ্ববর্তী জেলায়।
আগামী কয়েকদিনের মধ্যে কলকাতার তাপমাত্রা আবার ১৪ থেকে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে বলে জানা যাচ্ছে। আগামী ৩ থেকে ৪ দিন সামগ্রিকভাবে গোটা রাজ্যেই তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে।
আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রাও আগামী কয়েক দিনের ধীরে ধীরে কমবে। তবে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে রাজ্যে জাঁকিয়ে শীত পড়া সম্ভাবনা খুব একটা নেই বলে মত আবহাওয়াবিদদের।