অস্বস্তিকর গরম না বৃষ্টির স্বস্তি? সপ্তাহান্তের জন্য কী পূর্বাভাস
Weather Update: আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
কলকাতা: সপ্তাহান্তে রাজ্যে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Officer)।
গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় রয়েছে একটি নিম্নচাপ। নিম্নচাপ থেকে মৌসুমী অক্ষরেখা বিশাখাপত্তনমের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর তার জেরেই এই বৃষ্টি।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গরমের সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে।দার্জিলিং শহর- ৫ জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। ভারী বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য। আরও পড়ুন: ওঁদের অনেকেই একে অপরের সঙ্গে জড়িয়ে ছিলেন! ট্রলারের কেবিনের ভিতর পরপর ৯টা ‘লাশ’