Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার ‘জ্যামে’ আটকে শীত! এবার বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় কবে বৃষ্টি?

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে।

Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার 'জ্যামে' আটকে শীত! এবার বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় কবে বৃষ্টি?
বৃষ্টির পূর্বাভাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2021 | 2:31 PM

কলকাতা: বড়দিনের মতো বর্ষশেষেও অধরা শীত। শহরে ফের বাড়ল তাপমাত্রার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বাড়ল সর্বোচ্চ তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমী ঝঞ্ঝা আটকে যাওয়ার কারণেই বাড়ছে তাপমাত্রা। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা।

প্রায় ১৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি হয়ে গিয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। বরং বাড়লেও বাড়তে পারে। বর্ষশেষ ও বর্ষবরণে তখন শীতের পোশাক খুব বেশি লাগবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতার তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে মনে করছেন তাঁরা।

এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীর হয়ে ঢুকেছে। তার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বাংলার বিভিন্ন জেলাগুলিতেও অর্থাৎ পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। বুধবার বেশি বৃষ্টি হবে। ১০ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শীতকালের যে চরিত্র, অর্থাৎ শুষ্ক হাওয়ার এখন কোনও লক্ষ্মণ নেই।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। এদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি ও বর্ধমানেও। উত্তরবঙ্গ ও সিকিমের সব জেলায় বৃষ্টি। পরপর চার ঝঞ্ঝায় শীত পুরোই থমকে।

গত সপ্তাহে একধাক্কায় ৩ ডিগ্রি নেমেছিল পারদ। ডিসেম্বরের এই সময় পনেরোর কোটাতেই থাকে তাপমাত্রা। দিনভর পরি,্কার আকাশ, কমবে রাতের তাপমাত্রা। কলকাতার সঙ্গে জেলার পারদও ছিল নিম্নমুখী। দুই থেকে তিন ডিগ্র তিন ডিগ্রি স্বাভাবিকের থেকে কমে গিয়েছিল। কিন্তু পরে তা বাড়তে শুরু করেছে গত দুদিনে। খোলা ময়দান পেয়েই শক্তিশালী হতে শুরু করেছে উত্তুরে-পশ্চিমী বাতাস। তাতেই নামছে পারদ। তাই শুধু আগমনী নয়, দিনকয়েক থিতুও হবে শীত।

পশ্চিমাঞ্চলে একাধিক জায়গায় তাপমাত্রা দশের নীচে নেমে গিয়েছিল। তাও বাড়তে শুরু করেছে। বড়দিনে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা। ঠান্ডা কমবে। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন,বড়দিনের সময়ে তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য শহরে বেড়েছে তাপমাত্রা। এই মাসের মাঝামাঝি যেভাবে পারদ পতন হয়েছিল, সেটা কলকাতায় শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। তার আগে ২০০৫ সালে।২০১৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৫ সালে ছিল ১৮.২ ডিগ্রি।

আরও পড়ুন: BJP MLA Whatsapp Group Left: বিজেপিতে Whatsapp বিক্ষোভ! কারণ তলিয়ে বললেন শীর্ষ নেতৃত্ব

আরও পড়ুন: Bengal BJP Inner Clash: টাকা নিয়ে দলের বিরুদ্ধে অন্তর্ঘাত! পুরভোটে হারের কারণ বিশ্লেষণে নয়া তথ্য