Weather Update: ফুল ডিগবাজি খেল আবহাওয়া! সকাল থেকেই আপনার সঙ্গী হবে অস্বস্তি

Weather News: এক অদ্ভুত ভ্যাপসা-ভাব তৈরি হয়েছে গত কয়েকদিনে। রাতে কখনও কখনও তো লেপ-কম্বলও গায়ে দেওয়া যাচ্ছে না। গায়ে চাপালেই ঘাম ঝরছে। এবার মাঘেই ‘উষ্ণ’ দিনের সাক্ষী দক্ষিণবঙ্গ। হিমেল হাওয়া দুর্বল হতেই বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা। ৩০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। পূর্বাভাস বলছে, রাতে কুড়ির কোঠায় পৌঁছবে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও।

Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2024 | 11:57 PM

কলকাতা: মাঘ মাস এখনও যেতেই পারল না। তার মধ্যেই আবহাওয়ার যা খামখেয়ালিপনা… এই শীত, তো এই বৃষ্টি, আবার এই গরম। এক অদ্ভুত ভ্যাপসা-ভাব তৈরি হয়েছে গত কয়েকদিনে। রাতে কখনও কখনও তো লেপ-কম্বলও গায়ে দেওয়া যাচ্ছে না। গায়ে চাপালেই ঘাম ঝরছে। এবার মাঘেই ‘উষ্ণ’ দিনের সাক্ষী দক্ষিণবঙ্গ। হিমেল হাওয়া দুর্বল হতেই বাড়ল সর্বোচ্চ তাপমাত্রা। ৩০ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। পূর্বাভাস বলছে, রাতে কুড়ির কোঠায় পৌঁছবে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও।

উল্লেখ্য, আজ দমদমে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াসে। সল্টলেক চত্বরেও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আগামিকাল তা আরও ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস রয়েছে। অর্থাৎ, অন্তত আপাতত এই অদ্ভুত ভ্যাপসা ধরনের পরিস্থিতি চলতেই থাকবে।

সেক্ষেত্রে আগামিকাল সকাল থেকেই কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থেকে দিনের শুরু হবে। ফলে, দিনভর এক অস্বস্তিকর পরিস্থিতি যে থাকবে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এখন সবে ফেব্রুয়ারির শুরু। সাধারণভাবে এই সময়ে শীত এতটা দুর্বল হয়ে যাওয়ার কথা নয়। কিন্তু উত্তরের হাওয়া বর্তমানে একেবারেই সক্রিয় নয়, সঙ্গে জলীয় বাষ্পও ঢুকছে। সেই কারণেই এই অস্বস্তিকর পরিবেশ।

তাহলে কি এবার শীত বিদায়ের পথে? তবে আলিপুর আবহাওয়া অফিস থেকে এখনও পর্যন্ত এমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের শেষে কিছুটা কমতে পারে রাতের তাপমাত্রা।